ঋজু বিশ্বাসকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। একের পর এক ‘স্ক্রিনশট’-এর বন্যা সমাজমাধ্যমে। স্বপক্ষে যুক্তিও দিয়েছেন অভিনেতা। এ বার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়। সমাজমাধ্যম জুড়ে যা চলছে, তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন শ্রাবন্তী-পুত্র।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মাঝরাতে এই প্রসঙ্গে একটি লেখা লিখেছেন তিনি। অভিমন্যু লেখেন, “যে সব মহিলা ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট ভাগ করে নিচ্ছেন তাঁরা নিতান্তই বোকা। নজরে আসার জন্য কতটা নীচে নামতে পারেন তাঁরা, তা বেশ বোঝা যাচ্ছে।” তা হলে কি পরোক্ষ ভাবে ঋজুর পাশে দাঁড়ালেন অভিমন্যু? অনেকেই তুলছে এই প্রশ্ন।
অভিমন্যুর ইনস্টাগ্রাম স্টোরি। ছবি: ইনস্টাগ্রাম।
শুধু অভিমন্যু নয়, ঋজুকে নিয়ে তৈরি নানা ধরনের মিম, মন্তব্যের বিরোধিতা করেছেন অভিনেতা সায়ন্ত মোদক। তিনি বলেন, “ঋজু ঠিক কাজ করেছেন, এমন একেবারেই বলছি না। কিন্তু তার জন্য সমাজমাধ্যমে যে নোংরামিটা তৈরি হয়েছে, সেটা ঠিক নয়।” কিছু দিন আগে সমাজমাধ্যমে একই ভাবে বিতর্কে জর্জরিত হয়েছিলেন সায়ন্ত নিজেও। তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ জানিয়েছিলেন তাঁর প্রাক্তন তিন প্রেমিকা। সম্প্রতি, ঋজুর প্রাক্তন স্ত্রী-কে টেনেও নানা আলোচনা চলছে। যদিও প্রাক্তন স্ত্রী, শ্বশুরবাড়ির কথা অস্বীকার করেছেন অভিনেতা। উল্টে এই সব অভিযোগের প্রমাণ চেয়েছেন ঋজু।