এক বছরের রিলেশনশিপের পর একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন শ্রাবন্তী-কৃষ্ণ। মুম্বইতে তাঁদের প্রথম আলাপ। তার পর তা প্রেমের চেহারা নিতে বেশি সময় নেয়নি। বয়ফ্রেন্ডের নামে নিজের হাতে ট্যাটুও করিয়েছেন নায়িকা।
আরও পড়ুন, শ্রাবন্তীর বিয়ের ১০ তথ্য
দেখুন, শ্রাবন্তীর এনগেজমেন্টের ফটো অ্যালবাম
এর আগে প্রযোজক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। তাঁদের ১২ বছরের এক ছেলে রয়েছে অভিমন্যু। শ্রাবন্তীর বেস্ট ফ্রেন্ড তাঁর ছেলে অভিমন্যু ওরফে ঝিনুকই। কৃষ্ণর সঙ্গেও ঝিনুকের খুব ভাল সম্পর্ক।
মুম্বইয়ের ‘রিজভি কলেজ অফ আর্ট, সায়েন্স অ্যান্ড কমার্স’ থেকে পড়াশোনা করেছেন কৃষ্ণ। ২০০৮ সালে পা রেখেছেন মডেলিং জগতে। ল্যাকমে ফ্যাশন উইক তো বটেই, দেশের প্রায় সমস্ত মেগা ফ্যাশন ইভেন্টের অতি পরিচিত মুখ কৃষ্ণ। মণীশ মালহোত্রা, মনোবিরাজ খোসলা, বিক্রম ফাদনিশ, রোহিত বল, সন্দীপ খোসলার মতো ডিজাইনারদের সঙ্গে কাজ করেছেন তিনি।
এনগেজমেন্টের পর শ্রাবন্তী-কৃষ্ণ। ছবি: টুইটারের সৌজন্যে।