নিরলস অভিনেত্রী শ্রীলেখা মিত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ‘নিরলস সাহিত্য সাধনা’র জন্য বাংলা আকাদেমির পুরস্কার পাওয়ার পর থেকেই ময়দানে নেমেছেন বাম মনোভাবাপন্ন এই অভিনেত্রী। মমতার দু’টি ছড়া আবৃত্তি করে প্রথম কটাক্ষ করেছিলেন। এ বার তিনি ময়দানে নামলেন মমতার ‘কবিতাবিতান’ এবং রবীন্দ্রনাথের ‘গীতবিতান’-এর মূল্যের তুলনা নিয়ে।
শনিবার শ্রীলেখা তাঁর ফেসবুক পেজে যে পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে, অনলাইন বিকিকিনি মঞ্চে ‘গীতবিতান’-এর চেয়েও বেশি দাম ‘কবিতাবিতান’-এর! দু’টি বইয়ের দামের স্ক্রিনশট পোস্ট করেছেন তিনি। সঙ্গের ক্যাপশনে ব্যঙ্গাত্মক ভক্তিতে লেখা, ‘আমার মনবিতান উথলিয়া উঠিয়াছে...।’
প্রসঙ্গত, গত সোমবার রবীন্দ্রজয়ন্তীতে মুখ্যমন্ত্রী মমতাকে বাংলা আকাদেমি পুরষ্কারে সম্মানিত করা হয়েছে। বিশেষ কোনও কাব্যগ্রন্থের জন্য নয়, তাঁর নিরলস সাহিত্য সাধনারই স্বীকৃতি এই পুরস্কার। কিন্তু বিষয়টি নিয়ে জোর বিতর্ক বেধেছে। নেটমাধ্যমে মিম চালাচালি এবং তর্ক-বিতর্কের ঝড় বইছে। ওই সিদ্ধান্তের প্রতিবাদে সাহিত্য অকাদেমি থেকে ইস্তফা দিয়েছেন এক বিশিষ্টজন। আর বাংলা আকাদেমির পুরস্কারমূল্য এবং স্মারক ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন এক লেখক। পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া জানিয়েছেন খ্যাতনামী শিল্পীরাও।