কোমরে ব্যথা। তাও রান্না চাপানো থেকে শুরু করে বাসন মাজা, ছানাপোনাদের খাওয়ানো, সব কাজ একা হাতে সামলাচ্ছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কী আর করবেন! দুই পরিচারিকাই যে ছুটি নিয়েছেন।
শ্রীলেখার অন্দরমহলের খুঁটিনাটি প্রকাশ পেল ইনস্টাগ্রামের ভিডিয়োতে। রিল ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, ‘কোমরের ব্যথা মাথায় উঠল’।
বিভিন্ন সবজি দিয়ে এক হাঁড়ি মাংস রান্না করছেন তিনি। তিনটি ছানাপোনা ঘুর ঘুর করছে রান্নাঘরে। মাংসের গন্ধে তাদের যে আর তর সয় না। তিনটি কুকুরের ‘মা’ শ্রীলেখা জানালেন, ‘নিজেরা যা হোক কিছু করে খেয়ে নিলেই হয়। কিন্তু ওদের জন্য তো রান্না করতেই হয়। ওরা কি আর বোঝে! তার উপরে এত এত বাসন মাজতে হবে’। বলতে বলতে ঠোঁট উলটে প্রায় কেঁদেই ফেলেন অভিনেত্রী। অনুরাগীদের ভুল ভাঙানোর জন্য জানালেন, ‘তোমরা যে রকম ভাবো, সে রকম নয় বা আমি সে রকম নই’। বলতে বলতে রান্নাঘরের টাইলসগুলো কাপড় দিয়ে মুছতে লাগলেন তিনি। ‘একটু পিটেপিটে আছি আমি’, সহজ স্বীকারোক্তি অভিনেত্রীর।