এই প্রথম স্টার জলসা চ্যানেলের ধারাবাহিক টিআরপি রেটিং-এ উঠে এল দ্বিতীয় স্থানে। এত দিন রেটিং তালিকার শীর্ষে জি বাংলা চ্যানেলের ধারাবাহিকগুলিই জায়গা করে নিয়েছে। গত ১০ জুন সম্প্রচার শুরু হয়েছিল ধারাবাহিক ‘শ্রীময়ী’-র। দ্রুত টিআরপি বেড়ে স্টার জলসা চ্যানেলের অন্তর্বর্তী ধারাবাহিকগুলির মধ্যে প্রথমে চলে আসে ‘শ্রীময়ী’। এর আগে চ্যানেলটির অন্তর্বর্তী ধারাবাহিকগুলির শীর্ষে ছিল ‘কে আপন কে পর’। কিন্তু ‘শ্রীময়ী’-র মতো রেটিং কখনওই পায়নি এই ধারাবাহিকটি।
সব চ্যানেলের মিলিত রেটিং-এও ‘শ্রীময়ী’-র উত্থান চোখে পড়ার মতো। মাত্র পাঁচ মাসের মধ্যেই গত কয়েক সপ্তাহের রেটিং তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘শ্রীময়ী’। যুগ্ম ভাবে প্রথম স্থানে আছে ‘করুণাময়ী রাণী রাসমণি’ এবং ‘ত্রিনয়নী’। এর কারণ কী?
ধারাবাহিকের শ্রীময়ী ইন্দ্রাণী হালদার আনন্দবাজার ডিজিটালকে এই প্রসঙ্গে বলেছিলেন, “শ্রীময়ীর যে ধরনের সমস্যা দেখানো হচ্ছে তার কোনও না কোনও সমস্যার সঙ্গে দর্শক নিজেদের মিল খুঁজে পায়। ‘শ্রীময়ী’র চরিত্রগুলো অত্যন্ত রিয়েলিস্টিক। সেই কারণে মানুষ প্রত্যেকটি চরিত্র... তা নেগেটিভ বা পজিটিভ যা-ই হোক না কেন, সবার সঙ্গেই একটা নৈকট্য অনুভব করছে। তা ছাড়া লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা। লেখাতে তো খুব পারদর্শিনী তিনি। ওনার লেখা, ওনার গল্পের বাঁধুনি সবটাই ভীষণ জোরদার। সবটা মিলিয়ে ‘শ্রীময়ী’র পুরো প্যাকেজটা একটা অত্যন্ত ভাল প্যাকেজ। সে জন্য ‘শ্রীময়ী’ মানুষের মনে জায়গা করে নিয়েছে।”