শ্রীময়ী চট্টরাজ
ভালবাসা ছাড়া বুঝি শ্রীময়ী চট্টরাজ বাঁচতে পারেন না! ইদানীং প্রায় সব রিল ভিডিয়োতেই অভিনেত্রীর ঠোঁটে প্রেমের গান! মঙ্গলবার সকালেও তার ব্যতিক্রম হয়নি। শ্রীময়ী গাড়িতে বসে মন খুলে প্রেমের গান গেয়েছেন। তাঁর ঠোঁটে ‘তু তু হ্যায় ওহি দিল নে জিসে আপনা কহা’ গান বলছে, ভালবাসা তাঁর জীবন ঘিরে রয়েছে!
রিল ভিডিয়ো তৈরির আগে নিজেকে সুন্দর করে সাজিয়েওছেন তিনি। বাঘছাল উত্তরীয় গলায় জড়ানো। একই ধরনের ব্যান্ডানা মাথায়। খোলা চুল মুখের চারপাশে ছড়ানো। হাল্কা রূপসজ্জায় শ্রীময়ীর শ্রী যেন আরও উজ্জ্বল! গানে গানে তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন, যাঁকে সঙ্গী হিসেবে বেছেছেন তাঁকে এক মুহূর্ত ছেড়ে থাকতে পারেন না। জেগে, ঘুমিয়ে অভিনেত্রী সারাক্ষণ তাঁকে নিয়েই ভাবেন। ভালবাসার সঙ্গী ছাড়া তিনি একেবারেই অসম্পূর্ণ।
এর আগের ভিডিয়োয় শ্রীময়ী ঠোঁট মিলিয়েছিলেন রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গানে। গানটি ছিল, ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া’।
কাকে কথা ভেবে এত প্রেমের গান গাইছেন তিনি? উত্তর যথারীতি অজানা। কাঞ্চন মল্লিক তাঁর জীবনে অতীত না বর্তমান, সেই চর্চা আপাতত থিতিয়েছে। ব্যক্তি জীবনের যাবতীয় বিতর্ক সামলে অভিনেত্রী অনেকটাই আগের মতো। যদিও রাজনৈতিক সভা-সমাবেশ থেকে এখনও নিজেকে বিচ্ছিন্নই রেখেছেন শ্রীময়ী।
আর ‘দাদা’ কাঞ্চন মল্লিকের থেকে? একের পর এক ভালবাসার গানে শ্রীময়ীর ঠোঁট মেলানো কিন্তু বলছে, ব্যাপারটা এখনও সন্দেহজনক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy