কখনও তিনি সাধক বামাখ্যাপা। কখনও তিনি রামকৃষ্ণদেব। মাঝে বেশ কিছু দিনের বিরতি। সৌরভ সাহা আবার ফিরছেন পর্দায়। টেলিপাড়ায় গুঞ্জন, এ বার তাঁকে দেখা যাবে সিরিজ়ে। সব ঠিক থাকলে হইচই ওয়েব প্ল্যাটফর্মের নতুন সিরিজ় ‘রামকৃষ্ণ’-এ দেখা যাবে তাঁকে। সৌরভ আবার রানি রাসমণির ‘ছোট ঠাকুর’।
এই মুহূর্তে সিরি়জ় নিয়ে কথা বলার অনুমতি নেই। খবর জেনে তাই আনন্দবাজার ডট কম যোগাযোগ করলেও মুখে কুলুপ অভিনেতার। এ দিকে টেলিপাড়ায় চর্চা, কালীপুজোর কয়েক দিন পরেই হয়তো সিরিজ়ের শুটিং শুরু করবেন সৃজিৎ রায়। ছোটপর্দায় ছেড়ে ‘রামকৃষ্ণদেব’ মুঠোফোনে আরও একবার। এ-ও গুঞ্জন, বড় রকমের সমস্যার সম্মুখীন হয়েছিলেন সৌরভ। সে সব কাটিয়ে উঠে নতুন উদ্যমে ফিরছেন। সমস্যার কারণে বড় বিরতি নিয়েছিলেন। তাই নিজেকে আবার ঘষামাজা করছেন বলে খবর।
বার বার একই চরিত্রে অভিনয় একঘেয়েমি তৈরি করে না? তাঁকে আগেই প্রশ্ন করা হয়েছিল। সেই সময়ে সৌরভ বলেছিলেন, “আমি খুব বেশি যে আধ্যাত্মিক বা ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছি, তা নয়। অন্যান্য চরিত্রেও দেখা গিয়েছে আমায়। আবার রিয়্যালিটি শো-তেও যোগ দিয়েছি।” তবে একাধিক বার ‘রামকৃষ্ণদেব’-এর ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন।