Advertisement
E-Paper

আবার বছর কুড়ি পরে

‘ইংলিশ ভিংলিশ’-এর পর বছর তিনেকের নীরবতা। এ বার ইংলিশ বা ভিংলিশ নয়, এমনকী হিন্দিও নয়। শ্রীদেবীকে এ বার দেখা যাবে তামিল ছবিতে। প্রায় দু’দশক পরে তামিল ছবিতে ফিরছেন ৫১ বছরের সুন্দরী। চিম্বু দেবেন পরিচালিত অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবি ‘পুলি’-তে এক রানির ভূমিকায় দেখা যাবে তাঁকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০০:০০

‘ইংলিশ ভিংলিশ’-এর পর বছর তিনেকের নীরবতা। এ বার ইংলিশ বা ভিংলিশ নয়, এমনকী হিন্দিও নয়। শ্রীদেবীকে এ বার দেখা যাবে তামিল ছবিতে। প্রায় দু’দশক পরে তামিল ছবিতে ফিরছেন ৫১ বছরের সুন্দরী। চিম্বু দেবেন পরিচালিত অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবি ‘পুলি’-তে এক রানির ভূমিকায় দেখা যাবে তাঁকে। ছবির প্রযোজক শিবু থামিনস জানালেন, দক্ষিণে শ্রীদেবীর জনপ্রিয়তা এখনও তুমুল। ‘পুলি’-র চিত্রনাট্যই তাঁকে ফের টেনে এনেছে পর্দায়।

‘পুলি’-র কাহিনি অনেকটা রাসেল ক্রো-র ২০০০ সালের ছবি ‘গ্ল্যাডিয়েটর’-এর মতো। এখানে শ্রীদেবী এক ক্ষমতাময়ী দলনেত্রী। ‘পুলি’-তে শ্রীদেবী ছাড়া থাকছেন সুদীপ, শ্রুতি হাসন, হনসিকা মোতওয়ানি এবং তামিল ছবির সুপারস্টার বিজয়। চলতি বছরের শেষে মুক্তি পেতে পারে ছবিটি। ২২ জুলাই এ ছবির টিজার মুক্তি পাবে। যা দেখা যাবে হিন্দিতেও।

Sridevi Puli Shibu Thameens The Gladiator English Vinglish Russell Crowe Hansika Motwani
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy