নাচ ভালবাসেন। নাচকেই পেশা হিসেবে নিতে চান। মা-বাবার স্টারডম ঝেড়ে ফেলে নিজেই নিজের স্বপ্নের উড়ান দেওয়ার প্রস্তুতি শুরু করেছেন। কথা হচ্ছে খুশি কপূরের। বি-টাউনের ‘অপরিচিত’ স্টার কিড। শ্রীদেবী ও বনি কপূরের ছোট মেয়ে।
কয়েক দিন আগেই শহরে এসে আনন্দপ্লাস-কে দেওয়া সাক্ষাৎকারে শ্রীদেবী বলেছিলেন, ‘‘জাহ্নবী আমার মতো। খুশি ওর বাবার মতো।’’ আক্ষরিক অর্থে তেমন উদাহরণই কিন্তু মিলছে। দিদি জাহ্ণবীর মতো রূপোলি পর্দায় নয়, বরং নাচ নিয়েই কেরিয়ার গড়তে চান কপূর ফ্যামিলির ‘লাডলি’।
আরও পড়ুন, সইফের মেয়ের সঙ্গে ডাকাতি করবেন সুশান্ত!