Advertisement
E-Paper

ছবির প্রচারে দেওয়াল নোংরা শাহরুখেরই কাজ!

ব্রেকিং নিউজ!! নিজের বাড়ির দেওয়াল জুড়ে আঁকিবুকি, তা নিয়ে টুইটারে রাগারাগি— এ সবই তা হলে লোক দেখানো! আসলে, ফিল্মের পাবলিসিটি স্টান্ট! আগামী ছবির প্রচার! এ যাবৎ কালের যাবতীয় প্রচার কৌশলকে বোধহয় হার মানাতে চলেছেন বলিউডের বাদশা শাহরুখ খান।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৫ ১৮:৪২

ব্রেকিং নিউজ!! নিজের বাড়ির দেওয়াল জুড়ে আঁকিবুকি, তা নিয়ে টুইটারে রাগারাগি— এ সবই তা হলে লোক দেখানো! আসলে, ফিল্মের পাবলিসিটি স্টান্ট! আগামী ছবির প্রচার! এ যাবৎ কালের যাবতীয় প্রচার কৌশলকে বোধহয় হার মানাতে চলেছেন বলিউডের বাদশা শাহরুখ খান।

আসলে, মণীশ শর্মার পরিচালনায় বাদশার আগামী ছবি ‘ফ্যান’ মুক্তি পাবে ২০১৬-র ১৫ এপ্রিল। সেই জন্যই ‘মন্নত’-এর দেওয়ালের গ্রাফিতিতে লেখা ছিল, দেখা হবে ১৫ তারিখে। আর, গৌরব বলে আঁকার নীচে সই? বাদশার বাড়িতে আর কারই বা স্বাক্ষর থাকবে! ছবিতে তাঁর চরিত্রটার নামই তো গৌরব!

অবশ্য, শুধুই বাড়ির দেওয়াল নয়, ‘ফ্যান’ ছবির জন্য বাড়ির ভিতরটাও ব্যবহার করার অনুমতি দিয়েছেন বাদশা। ছবির বেশ অনেকটা অংশ শুট করা হয়েছে ‘মন্নত’-এর ভিতরে। এমনকী, ছবির প্রয়োজনে বাদশার জন্মদিনও রেকর্ড করেছেন মণীশ।

মিথ্যে কথা বলে ‘ফ্যান’-দের বিভ্রান্ত করলেও বলিউডে কিন্তু ছবির প্রচারের ব্যাপারে আর এক খানকে টক্কর দিয়ে দিলেন শাহরুখ। এত দিন মনে করা হত, ছবির প্রচার আর বিপণনের জন্য তিন খানের মধ্যে আমির-ই সেরা! শাহরুখ দেখা গেল, হার মানালেন তাঁকেও!

এখন থেকে কি তা হলে ছবির প্রচার নিয়ে অন্য গ্রাফের গ্রাফিতি দেখবে বলিউড?

fan movie fan srk mannat dirty wall sharukh kha srk fan graffiti promotion wall graffiti
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy