ঈশ্বরবিশ্বাসী নন তিনি। প্রকাশ্যে নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে নানা কথা বললেন এসএস রাজামৌলি। শনিবার হায়দরাবাদে রামোজি ফিল্ম সিটি-তে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।
এই অনুষ্ঠানটি ছিল এসএস রাজামৌলির নতুন ছবি ‘বারাণসী’র ঝলকমুক্তিকে কেন্দ্র করে। এসেছিলেন দেশ-বিদেশ থেকে বহু মানুষ। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে ঝলকটি ভাল ভাবে দেখানো যাচ্ছিল না। এই প্রসঙ্গেই ঈশ্বর-বিশ্বাস নিয়ে কথা বলতে শুরু করেন পরিচালক। তিনি বলেন, “আমার ঈশ্বরের উপর তেমন বিশ্বাস নেই।”
ছোটবেলায় রাজামৌলিকে তাঁর বাবা বিজয়েন্দ্র প্রসাদ বলেছিলেন, নেপথ্যে থেকে তাঁকে সব সময়ে রক্ষা করবেন হনুমানজি। ঝলকমুক্তির সমস্যায় কেন তা হলে হনুমানজি সাহায্য করলেন না? প্রশ্ন তোলেন পরিচালক। তিনি বলেন, “বাবা বলত, হনুমান আমাকে রক্ষা করবেন এবং দিশা দেখাবেন। কিন্তু আজকের ঘটনা দেখে খুব রাগ হল। এই ভাবেই কি তিনি আমাকে দিশা দেখালেন?”
আরও পড়ুন:
রাজামৌলি জানান, তাঁর স্ত্রী রমা ঈশ্বরে বিশ্বাসী। দক্ষিণী পরিচালকের কথায়, “হনুমানজিকে আমার স্ত্রী খুব মানে। মাঝেমধ্যে হনুমানজির সঙ্গে ও কথাও বলে। এমন ভাবে কথা বলে, যেন হনুমানজি ওর বন্ধু। আমার রাগ হয়ে যায় এ সব দেখে।”
হিন্দু পুরাণ নিয়ে ছবি তৈরি করেন রাজামৌলি। কিন্তু বাস্তবে তিনি নাস্তিক। এই বিষয়টি ভাল ভাবে গ্রহণ করেননি নেটাগরিকের একাংশ। পরিচালকের এক অনুরাগী সমাজমাধ্যমে লেখেন, “এমন মন্তব্য আমি রাজামৌলি স্যরের থেকে আশা করিনি। খুব হতাশ হলাম। উনি নাস্তিক হতেই পারেন। কিন্তু, হনুমানজিকে নিয়ে এমন মন্তব্য করা ঠিক হয়নি।”
টাইম ট্রাভেল-এর গল্প উঠে আসবে ‘বারাণসী’-তে। অভিনয় করছেন প্রিয়ঙ্কা চোপড়া, মহেশবাবু, পৃথ্বীরাজ সুকুমারন।