কেঁপে উঠেছে বলিউড। মাদক কাণ্ডে জড়িয়ে গিয়েছে ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা দীপিকা পাড়ুকোনের নাম। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে সমন পাঠান হয়েছে দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকে। আর এ সবের মধ্যেই হঠাৎই ভাইরাল হয়েছে দীপিকার পুরনো এক ছবি। যে ছবির ক্যাপশনে স্বামী রণবীরের উদ্দেশে অভিনেত্রী লিখেছেন রণবীরই তাঁর ‘সুপার ড্রাগ’।
গত বছরের নভেম্বরের কথা। ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন দীপিকা। ছবিতে পিছন ফিরে রয়েছেন রণবীর। তাতে লেখা, ‘লাভ ইজ আ সুপার পাওয়ার’। সেই ছবির ক্যাপশনে দীপিকা লিখেছিলেন, ‘আর তুমি, তুমি আমার সুপার ড্রাগ’। গত রাতের পর থেকেই সেই ছবি আবারও ভাইরাল। তাতে নেটাগরিকদের একাংশ দীপিকার ‘মাদক সংক্রান্ত চ্যাট’ টেনে এনে সরাসরি আক্রমণ করেছেন অভিনেত্রীকে।
সোমবার রাতে বেশ কয়েক জন বলি তারকার হোয়াটস অ্যাপ চ্যাট হাতে এসেছে এনসিবি-র। সেই চ্যাটেই দেখা যাচ্ছে, ‘ডি’ এবং ‘কে’ নামে দুই ব্যক্তির মধ্যে মাদক প্রসঙ্গে একাধিক বার কথা চালাচালি হয়েছে। কখনও ‘ডি’, ‘কে’-কে গাঁজা আছে কিনা জিজ্ঞাসা করছেন। আবার কখনও বা ‘কে’ তাঁকে (ডি’কে) গাঁজার হদিশ দিচ্ছেন।