Advertisement
১৫ জুন ২০২৪
Subhash Ghai

পুরনো কথা

‘পরদেশ’-খ্যাত অভিনেত্রী মহিমা চৌধুরী হেনস্থা করার অভিযোগ এনেছেন পরিচালক সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে।

মহিমা চৌধুরী।

মহিমা চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২০ ০০:২৪
Share: Save:

শিল্পীরা ইদানীং নিজেদের পুরনো অপ্রাপ্তি ও অভিযোগের কথা তুলে ধরছেন প্রায়ই। সম্প্রতি ‘পরদেশ’-খ্যাত অভিনেত্রী মহিমা চৌধুরী হেনস্থা করার অভিযোগ এনেছেন পরিচালক সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে। মহিমা আরও অনেক ছবি করলেও ‘পরদেশ’-এর মতো হিট তাঁর কেরিয়ারে নেই। সেই ছবির পরিচালক সুভাষের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ‘‘একটা সময়ে আমার সঙ্গে অন্য প্রযোজকদের কাজ করতে বারণ করতেন উনি। একটি বিজ্ঞাপন দিয়ে বলেছিলেন, আমার সঙ্গে কাজ করতে হলে প্রযোজককে ওঁর (সুভাষের) সঙ্গে যোগাযোগ করতে হবে। না হলে নাকি চুক্তিভঙ্গ হবে। যদিও এমন কোনও চুক্তি ছিলই না।’’

মহিমার এই অভিযোগের জবাব মুখপাত্রের মাধ্যমে দিয়েছেন সুভাষ। সেই বিবৃতিতে বলেছেন, ‘‘এ কথা শুনে আমি খুব মজা পেয়েছি। মহিমা আর আমি এখনও ভাল বন্ধু। মেসেজের মাধ্যমে যোগাযোগ রয়েছে। ‘পরদেশ’ রিলিজ়ের পরে ওর সঙ্গে আমার ঝামেলা হয়েছিল। মিডিয়া ও ইন্ডাস্ট্রির চাপে আমার ব্যানারের সঙ্গে ওর চুক্তি বাতিল করেছিলাম। কিন্তু তিন বছর পরে মহিমা ওর কাজের জন্য ক্ষমা চেয়েছিল আমার কাছে। তার পর আমাদের সম্পর্কে আর কোনও তিক্ততা ছিল না।’’

সুভাষের বিরুদ্ধে মহিমা আগেও এ ধরনের অভিযোগ এনেছেন। অভিনেত্রী এখন নতুন করে তা আবার সামনে আনায় ইন্ডাস্ট্রিতে এ নিয়ে শুরু হয়েছে জল্পনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Subhash Ghai Mahima Chaudhry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE