শুভশ্রী মানেই যেন বিতর্কিত কোনও খবর! অন্তত গত কয়েক দিনের ট্রেন্ড সে ইঙ্গিতই দিচ্ছে। রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রচুর কাটাছেঁড়া হয়েছে ইন্ডাস্ট্রিতে। প্রচুর গসিপ হয়েছে। এ নিয়ে অনেক আলোচনাও হয়েছে নানা মহলে। তাই শুভশ্রী হেডলাইনে এলেই যেন সে খবরে নতুন রসদ থাকবে এমনটাই মনে করেন দর্শকদের একটা বড় অংশ।
আরও পড়ুন, দুই ‘ছেলে’কে নিয়ে প্রকাশ্যে এলেন মিমি!
কিন্তু, না। অন্তত এ বার শুভশ্রী যে কারণে খবরে তা নিয়ে কোনও বিতর্ক নেই। শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনও খবর নয়। বরং সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা।
আরও পড়ুন, দীপাবলি হোক আনন্দের, বার্তা দিলেন মনামী ও অগ্নিমিত্রা
পান্না সবুজ রঙের পোশাকে সেজেছেন তিনি। সঙ্গে মানানসই ওড়না। চোখ ক্যামেরায় নয়, বরং নম্র, লাজুক ভঙ্গি তাঁর। নিজের এই ছবিটি ওয়েব ওয়ালে পোস্ট করেছেন তিনি। সঙ্গে শুভেচ্ছা বার্তা ‘হ্যাপি দিওয়ালি’। অনুরাগীরাও একই রকম ভাবে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।
Happy Diwali ✨💥 pic.twitter.com/5e1QJJbreD
— subhashree ganguly (@subhashreesotwe) October 18, 2017