এক বছর আগের কথা। আচমকাই স্বামী সুদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে মতবিরোধের কথা প্রকাশ্যে আনেন পৃথা চক্রবর্তী। প্রকাশ্যে জানিয়েছিলেন সংসারে ভাঙনের কথা। যদিও প্রথমে এ কথা স্বীকার করেননি সুদীপ। পরে তিনিও দাম্পত্যে সমস্যার কথা মেনে নেন। তবে ইদানীং আবার একসঙ্গে তাঁদের অনেক ছবিই দেখা যাচ্ছে। তাই সকলের প্রশ্ন, দূরত্ব ঘুচিয়ে আবার কি তাঁরা একসঙ্গে?
দুই ছেলে ও স্ত্রী পৃথাকে নিয়ে সংসার সাজিয়েছিলেন সুদীপ। মাঝে তাঁরা আলাদা আলাদা বাড়িতেই থাকছিলেন। কিন্তু সিদ্ধান্ত বদলেছেন দু’জনেই। দুই ছেলের কথা ভেবেই নতুন সিদ্ধান্ত নিয়েছেন সুদীপ এবং পৃথা। এ প্রসঙ্গে অভিনেতা বললেন, “কোন সম্পর্কে মতবিরোধ হয় না, একটু বলবেন? আমরা সবাই স্বতন্ত্র মানুষ। সুতরাং নিজস্ব ভাবনাচিন্তা, মতামত তো থাকবেই। তবে হ্যাঁ, এখন আমরা একসঙ্গে থাকছি। ”
আরও পড়ুন:
দুই সন্তান এখনও অনেকটাই ছোট। তাঁদের উপর কোনও ধরনের নেতিবাচক প্রভাব পড়ুক, সুদীপ এবং পৃথা চান না। বেশ কিছুদিন ধরে সমাজমাধ্যমে তাঁদের নানা ধরনের ছবিও দেখা গিয়েছে। কখনও দুই ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেতা। কখনও আবার ‘ভিডিয়ো কল’ করে কথা বলছেন। সুদীপ বললেন, “ওরা সত্যি আমায় ‘সুপারহিরো’ ভাবে। আমার ছবি বা ধারাবাহিক দেখার মতো বয়সে পৌঁছোয়নি ওরা। তবে ওরা ভাবে, বাবা সব পারে।” দুই ছেলেকে শান্তিপূর্ণ শৈশব এবং উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার জন্যই আবার একসঙ্গে সংসার করছেন তাঁরা।
সুদীপের জীবনও যেন ধারাবাহিকের চিত্রনাট্য। এই মুহূর্তে তাঁকে সবাই ‘স্বতন্ত্র’ বলেই ডাকতে ভালবাসছে। তাঁকে দেখা যাচ্ছে ‘চিরসখা’ ধারাবাহিকে। সেখানে কমলিনী আর স্বতন্ত্রের জীবনের টানাপড়েন দেখছে দর্শক। যা দেখে একাংশের প্রশ্ন, কমলিনী আর স্বতন্ত্র কি আদৌ সংসার পাতবে?