Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Sudipa Chatterjee

ছেলের প্রথম জন্মদিন, ‘স্পেশাল প্ল্যানিং’ ফাঁস করলেন সুদীপা!

কী ভাবে সেলিব্রেট করবেন ছেলের জন্মদিন? আনন্দবাজার ডিজিটালকে সেই প্ল্যানিংই বাতলালেন সুদীপা। তাঁর কথায়’ “আমার সন্তান জন্মাবার আগেই আমার ইচ্ছা ছিল প্রথম জন্মদিনে রুপোর থালায় খাবার সাজিয়ে দেব তাকে। আমাদের পরিবারে এমনটাই হয়ে থাকে।”

ছেলের সঙ্গে সুদীপা। ছবি-ফেসবুক থেকে নেওয়া।

ছেলের সঙ্গে সুদীপা। ছবি-ফেসবুক থেকে নেওয়া।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ ১৫:৩৩
Share: Save:

আগামী মাসের ১২ তারিখেই এক বছরে পা দিতে চলেছে অগ্নিদেব এবং সুদীপা চট্টোপাধ্যায়ের ছেলে আদিদেভ। আর ছেলের প্রথম জন্মদিনে মায়ের কিছু স্পেশাল প্ল্যানিং থাকবে না তা কী করে হয়?

কী ভাবে সেলিব্রেট করবেন ছেলের জন্মদিন? আনন্দবাজার ডিজিটালকে সেই প্ল্যানিংই বাতলালেন সুদীপা। তাঁর কথায়’ “আমার সন্তান জন্মাবার আগেই আমার ইচ্ছা ছিল প্রথম জন্মদিনে রুপোর থালায় খাবার সাজিয়ে দেব তাকে। আমাদের পরিবারে এমনটাই হয়ে থাকে।”

জানালেন, ঘরোয়া ভাবেই পালন করবেন ছেলের জন্মদিন।মেনুতে পায়েস তো অবশ্যই থাকবে। পাশাপাশি, মাছের মাথা দিয়ে ডাল, মাছ, মাংস... বাদ যাবে না কিছুই। চন্দন দিয়ে সাজবেও আদি। কথায় কথায় সুদীপা বললেন, “শুধু এই বছরই নয়, ইচ্ছা আছে, আদির প্রতিটা জন্মদিনের দুপুরেই একেবারে শুদ্ধ বাঙালি খাবার রেঁধে খাওয়ানোর।”

আরও পড়ুন-জুতো পালিশ করা থেকে ইন্ডিয়ান আইডলের মঞ্চ, সানির জার্নি যেন এক হার না মানা রূপকথা

আরও পড়ুন-শাহরুখ কী এমন করলেন যে বাবার উপর রেগে গেলেন আব্রাম?

অন্নপ্রাশনে ঠাকুমার হাতে খেয়েছে আদি। তাই জন্মদিনে দিদিমার হাত থেকেই খাওয়ার প্ল্যানিং রয়েছে তাঁর। আর শুধু বাবা-মা নয়, আদির জন্মদিন নিয়ে প্রবল উত্তেজিত গোটা বাড়ি, জানালেন সুদীপা। হবে না-ই বা কেন? বাড়ির সব চেয়ে ছোট সদস্যের প্রথম জন্মদিন বলে কথা! রাত্রিবেলা হয়তো বাইরে খেতে যেতে পারেন সপরিবার।

পরিবারের এক্কেবারে ঘনিষ্ঠদের নিয়েই পালন করা হবে আদিদেভের জন্মদিন। সেই সব পরিকল্পনা নিয়েই আপাতত মেতে চট্টোপাধ্যায় পরিবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sudipa Chatterjee Adidev Chatterjee Birthday
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE