সন্তানের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হন বাবা-মায়েরা। ব্যতিক্রমী নন শাহরুখ-গৌরীও। তাঁদের মেয়ে সুহানার জীবনের বিশেষ দিনে গর্বিত বাবা-মা ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
লন্ডনে পড়াশোনা করছিলেন সুহানা। সদ্য গ্র্যাজুয়েট হলেন তিনি। সেই খুশিতে মেয়ের সঙ্গে ছবি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘চার বছর কোথা দিয়ে কেটে গেল… স্কুল শেষ হল। কিন্তু শেখার শেষ নেই।’
এ বার কি তা হলে বলিউডে কেরিয়ার শুরু করবেন সুহানা? শাহরুখ বারবার জানিয়েছেন, পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত তাঁর সন্তানেরা বলিউডে কেরিয়ার শুরু করবে না। গ্র্যাজুয়েশনের পর কি তা হলে বাবার কাছ থেকে অনুমতি পাবে সুহানা?
কখনও ‘ভোগ’ ম্যাগাজিনের কভার গার্ল হওয়া, কখনও বা ‘জিরো’ ছবিতে সহ-পরিচালকের কাজ— ইতিমধ্যেই বলিউডে বিভিন্ন কাজে নিজেকে জড়িয়েছেন সুহানা। নিয়মিত মঞ্চে নাটকও করেন তিনি। তাই তাঁর বলিউডে পুরো মাত্রায় কেরিয়ার নিয়ে অপেক্ষা শুরু হয়েছে সিনে মহলে।
আরও পড়ুন, রাজনীতি, শুটিং… বিয়ের পর নতুন জীবনে কেমন আছেন নুসরত?
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।