Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৫ ডিসেম্বর ২০২১ ই-পেপার

সুহানার লক্ষ টাকার সাজ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ০৪ জানুয়ারি ২০২০ ০০:০৯
সুহানা।

সুহানা।

নতুন বছর উদ্‌যাপনে সেলেবদের সাজ ছিল দেখার মতো। এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। কিন্তু সকলকে টেক্কা দিলেন শাহরুখ খান তনয়া সুহানা খান। ব্ল্যাক ওয়ান শোল্ডার শর্ট ড্রেস পরেছিলেন সুহানা। ড্রাগন মোটিফের ডিজ়াইন ছিল পোশাকে। বলমানের এই পোশাকটির দাম প্রায় দু’লক্ষ সত্তর হাজার টাকা। এ তথ্য প্রকাশিত হতেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়ে যায়। একদল মনে করেছেন, নিজের যোগ্যতায় উপার্জন করে সুহানা সেটিকে ফ্লন্ট করুন। আর এক দলের মতে, তাঁর বাবা-মায়ের আপত্তি নেই যেখানে, সেখানে বাকিদের মতামতের দাম নেই।

বিতর্ক চলতেই থাকবে। কিন্তু সুহানা যে তাঁর বলিউড ডেবিউয়ের জন্য তৈরি হচ্ছেন তা নিয়ে সন্দেহ নেই। যেমন ভাবে তিনি পোশাকটি ক্যারি করেছেন, তার সঙ্গে মানানসই জুতো এবং সুহানার ক্যামেরার সামনে পোজ় দেওয়া, এখনই বলে দিচ্ছে শাহরুখ কন্যা আগামী দিনের তারকা।

Advertisement


Tags:
Suhana Khanসুহানা খান

আরও পড়ুন

Advertisement