সারা আলি খান। প্রথমে কেদারনাথ, তারপর সিম্বা, দু’টি ছবিতেই তাঁর অভিনয় ও স্ক্রিন প্রেজেন্সের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা।
এবার সোশ্যাল মিডিয়ায় রোদ পোহানোর একটি ছবি শেয়ার করলেন বলিউড অভিনেত্রী সারা। সেই ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।
ছবিতে দেখা যাচ্ছে সারা আলি রোদে মুখ রেখে সময় কাটাচ্ছেন নিজের মতো করে। সারার পরনে রয়েছে একটি হলদেটে সবুজ টপ। আর ফ্লোরাল প্রিন্টের একটি স্কার্ট পরেছেন সারা খুব সম্ভবত।
আরও পড়ুন: রাকেশ রোশন কখনও অমিতাভের সঙ্গে কাজ করতে চান না, কেন জানেন?
আর সারার হাতে কী রয়েছে জানেন? সারার হাতে রয়েছে একটি আধ খাওয়া আপেল। সারা একটি ছবির ক্যাপশনে লিখেছেন সেই প্রাচীন প্রবাদ, ‘‘প্রতিদিন একটা করে আপেল খেলে ডাক্তারের থেকে দূরে থাকা সম্ভব’’।
An apple a day keeps the doctor away 🍏🍏🍏🍎🍎🍎
সারার এই রোদ পোহানোর ছবিটিই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে ছবিটি কোথায় তোলা হয়েছে, তা নিয়ে নে়টিজেনরা এখনও কিছু আঁচ পাননি।
আরও পড়ুন: দাবাংয়ের সিক্যুয়েল নিয়ে ফিরছেন সলমন, পরিচালক কে জানেন?
সারা, সইফ আলি খান ও অমৃতা সিংয়ের কন্যা । সম্প্রতি সারা ও রণবীর সিংহ অভিনীত ‘সিম্বা’ ছবিটিও বক্স অফিসে একশো কেটির ক্লাবে চলে গিয়েছে। ২০০ কোটিও পেরোনোর পথে এই ছবিটি।
বলিউডে পা রাখা মাত্রই ১০০ কোটির ক্লাবে নাম লিখিয়ে ফেলেছেন সারা আলি খান।
(সেলেব্রিটি ইন্টারভিউ, সেলেব্রিটিদের লাভস্টোরি, তারকাদের বিয়ে, তারকাদের জন্মদিন থেকে স্টার কিডসদের খবর - সমস্ত সেলেব্রিটি গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)