পানমশলা, তামাক বা মদের বিজ্ঞাপন করে মোটা অঙ্কের পারিশ্রমিক পেলেও প্রায়ই কটাক্ষের শিকার হন একাধিক তারকা। এই তালিকায় শাহরুখ খান, অজয় দেবগন বা অক্ষয় কুমারের মতো নাম রয়েছে। সম্প্রতি, এই প্রসঙ্গে মুখ খোলেন সুনীল শেট্টী। ৪০ কোটি টাকা পারিশ্রমিকের বিনিময়ে তামাকের বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন। যা ফিরিয়ে দেন অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল জানান, যে জিনিসে নিজে বিশ্বাস করেন না, মোটা অর্থের বিনিময়েও সেই জিনিসের প্রচার তিনি করেন না। অভিনেতা বলেন, “আমার কাছে আমার স্বাস্থ্য সর্বাগ্রে। আমার এই শরীরটার জন্যই ফিল্মের দুনিয়ায় সুনীল শেট্টী সুযোগ পেয়েছে। আমার শরীরকে আমি পুজোর যোগ্য না মনে করলে নিজের প্রতি অবিচার করা হবে। ছেলেমেয়েদের জন্য কী রেখে যাব তা হলে?”
আরও পড়ুন:
সেখানেই তিনি ফাঁস করেন, তাঁর কাছে তামাকের বিজ্ঞাপনের প্রস্তাব এসেছিল। সুনীল বলেন, “একটা তামাকের বিজ্ঞাপনের জন্য ৪০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। ওঁদের দিকে তাকিয়ে বলেছিলাম, ‘আপনাদের সত্যিই মনে হয় ওই ফাঁদে আমি পা দেব? দেব না।’ হয়তো আমার টাকাটা প্রয়োজন ছিল, কিন্তু না। এমন কিছু আমি করব না, যাতে নিজেই বিশ্বাস করি না। এতে অহান (শেট্টী), আথিয়া (শেট্টী), (কেএল) রাহুল ও সকলে কালিমালিপ্ত হবে। তার পর থেকে কেউ আমাকে ওই প্রস্তাব দেওয়ার সাহসই করে না।”