ভাল মানুষ হলেও কেউ তাঁকে বোঝে না! হাজার হাজার মানুষের উপকার করেও তাঁর বলিউডে ‘বদনাম’। মানুষ হিসাবে তিনি কেমন, সেটা কেউ বোঝে না। সলমন খান সম্পর্কে এমনই বক্তব্য সুনীল শেট্টির। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল জানিয়েছেন, পৃথিবীতে সলমন এমন একজন মানুষ, যাঁকে বেশির ভাগ মানুষ ভুল বোঝেন।
সুনীল শেট্টি বলেন, “আসলে সলমন কেমন, সেটা কেউ বোঝে না। আমার সঙ্গে ওর সম্পর্ক খুব ভাল। নিয়মিত ওর সঙ্গে দেখা হয় না ঠিকই। কিন্তু আমাদের দু’জনের মধ্যে অনেকটা ভালবাসা ও শ্রদ্ধা রয়েছে।” মানুষ হিসেবে সলমন যা যা কাজ করেন, তা অনেকের কাছেই অজানা বলে মত অভিনেতার।
চলতি বছরে মুক্তি পায় সলমনের ছবি ‘সিকন্দর’। ছবিটি নিয়ে দর্শকের মধ্যে প্রবল প্রত্যাশা ছিল। বক্স অফিসে সেই ছবি মুখ থুবড়ে পড়ে। কিন্তু ‘সিকন্দর’কে অসফল ভাবতে নারাজ সুনীল। তাঁর মতে যে ছবি ২০০ কোটি টাকার ব্যবসা করেছে তাকে অসফল বলা যায় না। সলমনের খানের ছবির বক্স অফিস সংগ্রহ ২০০ কোটি টাকা, এটা মানুষ মেনে নিতে পারে না। কারণ, ভাইজানের থেকে তাঁদের প্রত্যাশা আরও বেশি। কিন্তু অন্য অভিনেতাদের ছবির বক্স অফিস সংগ্রহ এই পরিমাণ হলে, তাকে সুপারহিট বলা হয়।
বহু দিন ধরে সলমন ও সুনীলের বন্ধুত্ব। সলমন খুব মন দিয়ে কাজ করেন। যেটুকু করেন, তা মন থেকেই করেন। সেটারই প্রতিফলন হয় ছবির পর্দায়, এমনই মত সুনীলের। ‘সিকন্দর’ প্রসঙ্গে তিনি বলেন, “এই বছরের সব ছবির বক্স অফিস সংগ্রহ দেখে নেবেন। অন্য সব ছবির থেকে ‘সিকন্দর’-এর বক্স অফিস সংগ্রহ অনেকটাই বেশি।”