২০০৩ সালে শিল্পপতি সঞ্জয় কপূরকে বিয়ে করেন করিশ্মা কপূর। দুই সন্তানের বাবা-মা তাঁরা। সামাইরা ও কিয়ান। প্রায় ১৪ বছরের দাম্পত্য জীবন ছিল করিশ্মা-সঞ্জয়ের। কিন্তু সঞ্জয়ের সঙ্গে সুখী ছিলেন না অভিনেত্রী। বিয়ের পর থেকে নাকি গার্হস্থ্য হিংসার শিকার হতে হয় করিশ্মাকে। সম্ভ্রান্ত পরিবারের ছেলে সঞ্জয়। সোনা কমস্টারের চেয়ারম্যান। মূলত গাড়ির যন্ত্রাংশের ব্যবসা তাঁর। ভারতীয় মুদ্রায় ১০,৩০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে সঞ্জয়ের। বিশ্বের অন্যতম ধনকুবেরদের তালিকায় তিনি রয়েছে ২৭০৩ নম্বরে। এ হেন ধনী বাবার ছেলে-মেয়ে হিসাবে কত কোটি টাকার সম্পত্তি পাবেন সামাইরা ও কিয়ান?
আরও পড়ুন:
২০১৬ সালে করিশ্মা ও সঞ্জয়ের বিচ্ছেদ হয়। তার পর মডেল প্রিয় সচদেবকে বিয়ে করেন। সেই বিয়ের পর আরও দুই সন্তান বাবা হন সঞ্জয়। প্রিয়ার সঙ্গে এক পুত্রসন্তান ছাড়াও তৃতীয় স্ত্রীর আগের পক্ষে সন্তানকে দত্তক নেন সঞ্জয়। মোট চার সন্তানের পিতা তিনি। কিন্তু, করিশ্মার সঙ্গে বিচ্ছেদের পরই সামাইরা ও কিয়ানের জন্য ১৪ কোটির বন্ড কিনে রাখেন সঞ্জয়। এমনকি সঞ্জয়ের পৈতৃক বাড়ি করিশ্মার নামে করে দেন। করিশ্মার সঙ্গে বিচ্ছেদের পরও দুই সন্তানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। এমনকি ভাল বাবা হওয়ার জন্য বাড়িতে শিক্ষক রেখে প্রশিক্ষণ নিচ্ছিলেন। একসময় সঞ্জয়ের সঙ্গে করিশ্মার মুখ দেখাদেখি বন্ধ ছিল। তাঁদের বিবাহবিচ্ছেদের সময় বিস্তর কাদা ছোড়াছুড়ি হয়েছিল। যদিও একটা সময় পর অনেকটা থিতিয়ে যায় তাঁদের মধ্যেকার তিক্ততা।