সঞ্জয়ের কপূরের মৃত্যুর পর থেকে তাঁর সম্পত্তি নিয়ে দড়ি টানাটানি। ইতিমধ্যেই ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিজের বলে দাবি করেছেন সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া কপূর। প্রিয়ার বিরুদ্ধে মামলা করেছে করিশ্মার দুই সন্তান সামাইরা ও কিয়ান। করিশ্মার প্রাক্তন ননদ পক্ষ নিয়েছেন অভিনেত্রীর দুই সন্তানের। এমনকি প্রিয়াকে ‘চোর’ তকমাও দিয়েছেন। এ বার আদালতে নিজের যুক্তি দিলেন প্রিয়া।
আরও পড়ুন:
দিল্লির উচ্চ আদালতে এই মামলার একের পর এক শুনানি হচ্ছে। সম্প্রতি করিশ্মার সন্তানেরা প্রিয়াকে ‘জালিয়াত’ তকমাও দিয়েছে। সৎ মা প্রকৃতই ‘বিমাতৃসুলভ’ ব্যবহার করছেন বলে অভিযোগ সামাইরা-কিয়ানের। এমনকি তাদের এও অভিযোগ, বাবা সঞ্জয়ের দলিল জাল করে সব বদলে সম্পত্তির এক মাত্র উত্তরাধিকারে নিজের নাম ঢুকিয়েছেন প্রিয়া।
এ বার প্রিয়ার হয়ে আদালাতে তাঁর আইজীবী রাজীব নায়ার বলেন, ‘‘স্বামী তাঁর সব সম্পত্তি স্ত্রীকে দিয়ে যাবেন। এটাই তো একটা স্বাস্থ্যকর স্বাভাবিক রীতি। ঠিক যেমন সঞ্জয়ের বাবা তাঁর সম্পত্তি শিল্পপতির মা রানি কপূরের নামে করেছিলেন। এ ক্ষেত্রেও সেটাই হয়েছে।’’ প্রিয়ার আইনজীবী এও দাবি করেন, দলিলে যে পরিবর্তন আনা হয়েছে তা সঞ্জয়ের মৃত্যুর আগে করা হয় ফেব্রুয়ারি মাসে। তার পরেও বেশ কিছু জিনিস বদলানোর কথা উল্লেখ করেছিলেন সঞ্জয় নিজেই। গত মার্চ মাসে শেষ বার দলিলে পরিবর্তন করা হয়। তখন সঞ্জয় জীবিত ছিলেন। প্রিয়ার এই যুক্তিতে কি পিছিয়ে যাবে করিশ্মার সন্তানেরা না কি দীর্ঘ হবে এই আইনি লড়াই?