প্রয়াত সঞ্জয় কপূরের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে চলছে জলঘোলা। কাদের মধ্যে ভাগ হবে প্রয়াত ব্যবসায়ীর এই সম্পত্তি, তা নিয়ে চলছে তরজা। এর মধ্যেই সঞ্জয়ের প্রাক্তন স্ত্রী অর্থাৎ করিশ্মা কপূরের ভূয়সী প্রশংসায় মাতলেন সঞ্জয়ের বোন মন্দিরা কপূর।
দু’বার বিবাহবিচ্ছেদের পরে তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেবের সঙ্গে সংসার করছিলেন সঞ্জয়। গত ১২ জুন গলায় মৌমাছি আটকে গিয়ে আকস্মিক মৃত্যু হয় তাঁর। তার পর থেকেই প্রশ্ন উঠছে, কী ভাবে সঞ্জয়ের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি ভাগ হবে। দ্বিতীয় স্ত্রী করিশ্মার সংসারে রয়েছে দুই সন্তান— সামাইরা ও কিয়ান। প্রিয়াকে বিয়ের পরে এক কন্যাসন্তান সাফিরার জন্ম হয়।
গোটা পরিবারকে নাকি এক সুতোয় জুড়ে রেখেছেন করিশ্মা। তাই প্রাক্তন বৌদি সম্পর্কে মন্দিরা বলেছেন, “ও একজন অসাধারণ মা। এই কৃতিত্ব ওকে দিতেই হবে। গোটা পরিবারকে এক জোট করে রেখে ও খুব ভাল করেছে। এই কাজ সত্যিই প্রসংশনীয়। বাচ্চাদের মধ্যেও তাই খুব সুন্দর বোঝাপড়া রয়েছে।”
আরও পড়ুন:
সঞ্জয়ের মৃত্যুর পর থমকে গিয়েছে পরিবার। এখনও শোক কাটিয়ে উঠতে পারেননি অনেকে। কিন্তু মন্দিরা আশা রাখেন, ফের করিশ্মার জন্যই ফের এক জোট হতে পারবে এই পরিবার। অভিনেত্রী মাতৃসুলভ আচরণই নাকি পরিবারকে এই ভাবে বেঁধে থাকতে সাহায্য করেছে।
করিশ্মার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে মন্দিরার। অভিনেত্রীর প্রাক্তন ননদ বলেছেন, “আমার সঙ্গে তো যোগাযোগ রয়েছেই। আমি নিশ্চিত, প্রিয়ার (সঞ্জয়ের তৃতীয় স্ত্রী) সঙ্গেও ওর যোগাযোগ রয়েছে। আমাদের সকলের মধ্যেই খুব ভাল সম্পর্ক। তাই পরিবারে কোনও সমস্যা তৈরি হওয়ার কথাই নয়।”