শুক্রবার মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত ‘বর্ডার ২’। অনুরাগ সিংহের পরিচালনায় এই ছবি আদতে ১৯৯৭ সালের হিট ছবি ‘বর্ডার’-এর সিক্যুয়েল। প্রথম দিনেই ‘বর্ডার ২’ নজর কেড়েছে দর্শকের। সেই সঙ্গে আলোচনায় উঠে এসেছে ছবিতে সদ্যপ্রয়াত ধর্মেন্দ্রের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের প্রসঙ্গও। বাবার মৃত্যুর পরে এটিই সানির প্রথম ছবিমুক্তি। কী ভাবে শ্রদ্ধা জানালেন?
‘বর্ডার ২’ ছবির শুরুতেই যখন অভিনেতাদের নাম দেখানো হয়, সেখানে সানির নামের বদলে লেখা দেখা যায়, ‘ধর্মেন্দ্রজির ছেলে’। যা দেখে আপ্লুত অনুরাগীরা। সমাজমাধ্যম ছেয়ে গিয়েছে ওই দৃশ্যের ছবিতে। কেউ লিখলেন, “দারুণ! প্রয়াত ধর্মেন্দ্রজির উদ্দেশে কী সুন্দর শ্রদ্ধাজ্ঞাপন করল ‘বর্ডার ২’ টিম। সানি দেওলের প্রবেশই ঘটল ‘ধর্মেন্দ্রজির ছেলে’ হিসাবে। অনেকেউ হয়তো বলবেন, এতে বিশেষ কোনও কিছুই নেই। কিন্তু, সহিষ্ণু মানুষই এই আবেগ বুঝবেন।” অনেক অনুরাগীই সানির অভিনয়ের প্রশংসা করে লেখেন, “৬৮ বছর বয়সেও সানি দেওল সিংহের মতো গর্জন করেছেন। ধর্মেন্দ্রজির ছেলে পর্দা জুড়ে দাপিয়েছেন। ধর্মেন্দ্রের উদ্দেশে এটাই সঠিক শ্রদ্ধা।”
আরও পড়ুন:
২০২৫ সালের ২৪ নভেম্বর, দীর্ঘ রোগভোগের পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্মেন্দ্র। ৮ ডিসেম্বর, ৯০ বছরের জন্মবার্ষিকীর আগেই প্রয়াত হন তিনি। ধর্মেন্দ্রের শেষ ছবি ‘ইক্কিস’ মুক্তি পেয়েছে তাঁর মৃত্যুর পরে, ১ জানুয়ারি।