Advertisement
০৪ অক্টোবর ২০২৩

অক্ষয়ের সঙ্গে সানির ‘ব্লিং’

বলিউডে সানি লিওনের অবস্থানটা অনেকটাই সর্বঘটে হয়ে যাচ্ছে না তো? মানে, সানি থাকলেই ছবি মার-কাটারি, এমন একটা আইডিয়া বোধ হয় কোথাও ঘনিয়ে উঠছে। তা নইলে সুপারস্টার অক্ষয় কুমারের ‘সিংহ ইজ ব্লিং’-এ সানির প্রয়োজন পড়বে কেন?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ জুলাই ২০১৫ ০০:০৩
Share: Save:

বলিউডে সানি লিওনের অবস্থানটা অনেকটাই সর্বঘটে হয়ে যাচ্ছে না তো? মানে, সানি থাকলেই ছবি মার-কাটারি, এমন একটা আইডিয়া বোধ হয় কোথাও ঘনিয়ে উঠছে। তা নইলে সুপারস্টার অক্ষয় কুমারের ‘সিংহ ইজ ব্লিং’-এ সানির প্রয়োজন পড়বে কেন?

কানাঘুঁষোয় শোনা যাচ্ছে, প্রভু দেবা পরিচালিত এই ছবিতে নাকি এক ক্যামিও চরিত্রে অভিনয় করছেন সানি। ২০১২-এ ‘জিসম ২’-এ বলিউড কেরিয়ার শুরু করেন একদা-পর্নস্টার সানি। সে হিসেবে দেখলে, এ খবর যদি সত্যি হয়, তবে এই প্রথম সানি কোনও ‘এ-লিস্টার’ স্টারের সঙ্গে রুপোলি পর্দা ভাগ করে নিচ্ছেন। ব্যাপারটা তাঁর কেরিয়ারের দিক থেকেও গুরুত্বপূর্ণ বটে।

তবে, এই ‘ক্যামিও’-টি ঠিক কেমন, তা জানা যায়নি কোনওভাবেই। জানতে চাইলে সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার জানিয়েছেন, ফিল্ম-নির্মাতারাই এ ব্যাপারে ভাল বলতে পারবেন। আশা করা যাচ্ছে, অক্টোবর নাগাদ অ্যাকশন-কমেডি ‘সিংহ ইজ ব্লিং’ রিলিজ করতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE