সানি লিওনের হয়ে ওই কাজটা করে দিয়েছেন? কোন কাজ মনে আছে তো? দিন কয়েক আগে সানি ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করেছিলেন। কিন্তু ক্যাপশন দিতে গিয়ে কনফিউসড হয়ে গিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ‘…আমি শিওর নই, আমার এই লুকটায় ক্যাপশন কী দেব।’ ঠিক সেখানেই আপনার ভূমিকা ছিল। ছবিটি দেখে ক্যাপশন সাজেস্ট করাটাই ছিল কাজ।
আরও পড়ুন, সানি লিওনের হয়ে এই কাজটি করে দেবেন আপনি?
এই ক’দিনে সাজেশনে ভরে গিয়েছে সানির সোশ্যাল ওয়াল। কেউ লিখেছেন, সলমন, আমির অথবা শাহরুখ খানের সঙ্গে কোনও ছবির অফার পেয়েছেন। কারও মনে হয়েছে চোখের সামনে কোনও দুর্ঘটনা দেখে হতবাক হয়ে গিয়েছেন তিনি। কেউ গেস করেছেন, হঠাত্ই বাঘ এসে পড়েছে। কারণ সানির ওই ছবিটির ব্যাকগ্রাউন্ডে জঙ্গলের আভাস পাওয়া যাচ্ছে। কোনও অনুরাগী ভেবেছেন, হয়তো সে সময় সানির সঙ্গে হঠাত্ দেখা হয়েছিল তাঁর প্রাক্তন প্রেমিকের। কেউ আবার জিএসটি-র ভরা বাজারে মন্তব্য করেছেন, প্রসাধনী দ্রব্যের ওপর ২৮ শতাংশ জিএসটি-র খবর শুনেই নাকি সানির এই এক্সপ্রেশন!
তবে সানির এই এক্সপ্রেশনের আসল কারণ ঠিক কী? না তা জানা যায়নি। কারণ সানি লিওন নিজে এ ব্যাপারে এখনও মুখ খোলেননি। ! ' 😜😳😳😳😳
! ' 😜😳😳😳😳