জমি মামলায় দিলীপ কুমারকে ২০ কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
ঘটনাটা ঠিক কী?
২০০৬ সালে মুম্বইয়ের বান্দ্রায় ২৪১২ বর্গ গজ জমি বর্ষীয়াণ অভিনেতা দিলীপ কুমার তুলে দিয়েছিলেন প্রোমোটারি সংস্থা ‘প্রাজিতা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড’-এর হাতে। ১১ বছর পরও সেই জমিতে কোনওরকম নির্মাণ কাজ হয়নি। টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, জমি ফেরত পেতে আদালতের দ্বারস্থ হন দিলীপ কুমার।
আরও পড়ুন, বানভাসি মু্ম্বইয়ের অবস্থা নিয়ে মজা করে বিপাকে অমিতাভ
আরও পড়ুন, বলিউডে গত বছর সবচেয়ে বেশি আয় কার জানেন?
বুধবার, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সাত দিনের মধ্যে ওই সংস্থাকে জমি ফেরত দিতে হবে। বদলে দিলীপ কুমার সংস্থাকে বর্তমান জমির মূল্য ২০ কোটি টাকা ফিরিয়ে দেবেন।
টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, দিলীপ কুমার ওই রিয়েল এস্টেট সংস্থার হাতে তুলে দিয়েছিলেন তাঁর জমি। চুক্তি হয়েছিল, দু’বছরের মধ্যে জমিতে নির্মাণ কাজ সম্পূর্ণ করা হবে। কিন্তু সংশ্লিষ্ট সংস্থা নাকি এখনও পর্যন্ত কোনও কাজই শুরু করেনি। তবে সুদ বাবদ অভিনেতাকে প্রায় সাড়ে আট কোটি টাকা দিয়েছে ওই সংস্থা। তবে জমি ফেরত চেয়ে বর্ষীয়াণ অভিনেতা আদালতে আবেদন করেছিলেন। বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়। বিচারপতিরা এর পরই সংস্থাকে জমি ফেরত দেওয়ার নির্দেশ দেন। সূত্রের খবর, জমি ফিরে পেতে সংস্থাকে ২০ কোটি টাকা দিতে রাজি হয়েছেন দিলীপ।