Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Sushant Singh Rajput

সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’ জুলাইয়ে অনলাইনে রিলিজ

সুশান্তের মৃত্যুর পরে তড়িঘড়ি ছবিটি অনলাইনে রিলিজ় করা নিয়ে নানা চর্চা শুরু হয়ে গিয়েছে।

‘দিল বেচারা’

‘দিল বেচারা’

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২০ ০০:০৭
Share: Save:

অনেক দিন ধরেই মুক্তির অপেক্ষায় ছিল সুশান্ত সিংহ রাজপুতের ‘দিল বেচারা’ ছবিটি। শোনা যাচ্ছিল, অনলাইনে এটি রিলিজ় হতে পারে। বৃহস্পতিবার ডিজ়নি প্লাস হটস্টারের পক্ষ থেকে ঘোষণা করা হয়, সুশান্তের ছবিটির ওটিটি প্রিমিয়ার হবে। জুলাইয়ের শেষে অনলাইনে আসবে ছবিটি। এক হিসেবে দেখতে গেলে, এটিই অভিনেতার শেষ ছবি। ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ অবলম্বনে তৈরি ‘দিল বেচারা’র কাজ শেষ হয়ে গিয়েছিল ২০১৮য়। কিন্তু নানাবিধ জটিলতায় ছবিটি আটকে যায়। প্রথমে পরিচালক মুকেশ ছাবরার বিরুদ্ধে মিটুর অভিযোগ ওঠে। শোনা যায়, প্রযোজক সংস্থা ফক্স স্টার তাঁকে বাদ দিয়েই ছবির কাজ এগিয়ে নিয়ে যেতে আগ্রহী। তবে শেষ পর্যন্ত মুকেশের বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। কিন্তু ক্রমশ পিছিয়ে যেতে থাকে ছবির মুক্তি। সুশান্তের ‘ড্রাইভ’ ছবিটি অনলাইন রিলিজ়ের পরেই শোনা গিয়েছিল, ‘দিল বেচারা’ও অনলাইনেই মুক্তি পাবে। সুশান্তের আপত্তির কথাও শোনা যায়। এই ছবিতে সুশান্তের বিপরীতে ডেবিউ করেছেন সঞ্জনা সাংঘী।

সুশান্তের মৃত্যুর পরে তড়িঘড়ি ছবিটি অনলাইনে রিলিজ় করা নিয়ে নানা চর্চা শুরু হয়ে গিয়েছে। অনেকের মতে, দর্শক এখন সুশান্তকে নিয়ে আগ্রহী, তাই এটি দ্রুত রিলিজ় করা হচ্ছে। ওটিটিতে সুশান্তের যে ছবিগুলো রয়েছে, সম্প্রতি সেগুলোর স্ট্রিমিং বেড়ে গিয়েছে। ডিজ়নি প্লাস হটস্টার জানিয়েছে, সাবস্ক্রিপশন না থাকলেও দর্শক তাদের প্ল্যাটফর্মে ‘দিল বেচারা’ দেখতে পারবেন। এটি তাদের ট্রিবিউট। অন্য দিকে, সুশান্তের মৃত্যু নিয়ে তদন্ত এগোচ্ছে পুলিশ। অভিনেতার টুইট মুছে দেওয়া হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: স্বজনপোষণ এই শব্দ নিয়েই ঝগড়া খিস্তিখেউড়, নরক গুলজার ইন্ডাস্ট্রি: ঐন্দ্রিলা

আরও পড়ুন: শ্রাবন্তীর নামে ভুয়ো ফ্যান পেজ, চাওয়া হচ্ছে টাকা!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE