সুশান্ত সিংহ রাজপুতের অকালমৃত্যুর পরই, তাঁর দিদি শ্বেতা সিংহ কীর্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বলিউড অভিনেতার বিভিন্ন ছবি। সুশান্তের ছোটবেলার ও পুরনো দিনের সেই ছবি পোস্ট করে ভাইয়ের স্মৃতি রোমন্থন করেন তিনি। সুশান্ত ভক্তরা সেই ছবির মাধ্যমে স্মৃতিতে ফেরান তাঁদের প্রিয় অভিনেতাকে। রবিবার ইনস্টাগ্রামে সুশান্তের একটি ছবি পোস্ট করেছেন শ্বেতা। সেই ছবিতে কমেন্টও করেছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে।
রবিবার সেই ছবি পোস্ট করে শ্বেতা সিংহ কীর্তি লিখেছেন, ‘‘এই উজ্জ্বল চোখ অন্তরের শুদ্ধতার প্রকাশ করছে।’’ সুশান্তের প্রতি তাঁর ভালবাসা জানিয়েছেন শ্বেতা। ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট সুশান্তের মুখ। সে সময় সুশান্তের বয়স কত ছিল তা জানা না গেলেও, ছবিটি যে শৈশব কালের তা দিব্যি বোঝা যাচ্ছে।
প্রিয় অভিনেতার ছোটবেলার ছবি দেখে উৎসাহিত ভক্তরা করছেন বিভিন্ন মন্তব্য। কম বেশি সকলেই সুশান্তকে ভরিয়ে দিচ্ছেন ভালবাসায়। সেই ছবিতে কমেন্ট করেছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। তিনি একটি ভালবাসার ইমোজি পোস্ট করেছেন কমেন্ট হিসাবে। দেখুন সেই পোস্ট—
Those twinkling eyes... reflect the internal purity ❤️❤️❤️ #SushantSinghRajput
সুশান্তকে নিয়ে শ্বেতার পোস্টে অঙ্কিতার কমেন্ট।
ছোটবেলার ছবি ছাড়াও সুশান্তের আরও একটি ছবি রবিবার পোস্ট করেছেন শ্বেতা। সেখানে সুশান্তকে দেখা যাচ্ছে করজোড়ে গুরুদ্বারে প্রার্থনা করতে। দেখুন সেই পোস্ট—