Advertisement
E-Paper

‘আমি তোমাকে ভালবাসি’, রোহমানকে বাংলায় শেখাচ্ছেন সুস্মিতা

ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে সুস্মিতা লিখেছেন, ‘‘আমি এটা পোস্ট করতে ভুলেই দিয়েছিলাম। তবে এটা বলতে কখনও ভুলে যাই না। …ভালবাসি। এটা বারবার বলুন। আর প্রত্যেরবার এ কথাটা বলার পর যে ভাল ভাইব ট্রান্সফর্ম হয় সেটা অনুভব করুন।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ১৩:১৪
রোহমান এবং সুস্মিতা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

রোহমান এবং সুস্মিতা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

‘আমি তোমাকে ভালবাসি’— এই চিরচেনা বাক্য মন দিয়ে প্রেমিককে শেখাচ্ছেন প্রেমিকা। শেখাচ্ছেন নিজের ভাষা বাংলায়। প্রেমিকার নাম সুস্মিতা সেন। প্রেমিক রোহমান শাল।

সদ্য সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো শেয়ার করেছেন সুস্মিতা। যেখানে দেখা যাচ্ছে এই বাক্য বাংলায় রোহমানকে বলতে শেখাচ্ছেন সুস্মিতা। রোহমান বলছেন, ‘আমি তুমাকে ভালবাসি’। সুস্মিতার উত্তর, ‘ভেরি ব্যাড। তুমাকে কেয়া হোতা হ্যায়?’ অর্থাত্ সঠিক উচ্চারণে রোহমানকে বাংলা বলতে শেখাচ্ছেন সুস্মিতা। ওই ভিডিয়োতে এই একই বাক্য বাংলা ছাড়াও কাশ্মিরী এবং মরাঠিতেও বলছেন রোহমান।

ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে সুস্মিতা লিখেছেন, ‘‘আমি এটা পোস্ট করতে ভুলেই দিয়েছিলাম। তবে এটা বলতে কখনও ভুলে যাই না। …ভালবাসি। এটা বারবার বলুন। আর প্রত্যেরবার এ কথাটা বলার পর যে ভাল ভাইব ট্রান্সফর্ম হয় সেটা অনুভব করুন।’’

আরও পড়ুন, বিকিনিতে প্রিয়ঙ্কা, হনিমুনে গিয়ে ভিডিয়ো তুললেন নিক

সুস্মিতার বয়স এখন ৪২। আর রোহমানের ২৭। রোহমান মুম্বইয়েরই এক মডেল। বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গিয়েছে রোহমানকে। বলিউডে পা রাখার জন্য বহু দিন ধরেই নাকি চেষ্টা করে যাচ্ছেন তিনি। নিন্দুকেরা বলছেন, সুস্মিতার সঙ্গে প্রেমের সম্পর্ককে হয়তো সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাইছেন তিনি।

এর আগেও সুস্মিতা সেনের সঙ্গে রণদীপ হুডা, বিক্রম ভট্টের সম্পর্ক নিয়ে গুজব রটেছিল। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে সুস্মিতা খুব একটা মুখ খোলেন না। অথচ রোহমানের সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যেই জানিয়েছেন।

😄I almost forgot to post this but I never forget to say it!!! ❤️I love you guys!!!😁😍love begets love...say it more often & feel the vibe transform every single time!!!👏💃🏻😁 @pritam_shikhare @rohmanshawl & #yourstruly wish you love & a beautiful Monday!!!😉💋 #sharing #languageoflove #sayit #feelit #beit ❤️💃🏻😁

A post shared by Sushmita Sen (@sushmitasen47) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

Sushmita Sen সুস্মিতা সেন Rohman Shawl Bollywood Celebrities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy