ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়াকে নিয়ে বিতর্ক এখনও প্রশমিত হয়নি। সমাজমাধ্যম প্রভাবীকে নিয়ে তারকামহলও দুই শ্রেণিতে বিভক্ত। কেউ রণবীরের পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ তাঁকে সমালোচনা করতে পিছপা হননি। এ বার রণবীরকে নিয়ে মুখ খুললেন বলিউডের বর্ষীয়ান গীতিকার স্বানন্দ কিরকিরে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে স্বানন্দকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়। পরিস্থিতি বিচার করে গীতিকার মনে করছেন, রণবীর এবং সময় রায়না ইতিমধ্যেই তাঁদের দোষের জন্য শাস্তি পেয়েছেন। তাই এ বার তাঁদের ক্ষমা করে দেওয়া উচিত। স্বানন্দ বলেন, ‘‘সব কিছুর মধ্যেই একটা শালীনতা বজায় থাকা উচিত। আসলে ক্যামেরা আমাদের জীবনের অংশ হয়ে গিয়েছে এবং কোন কথা বন্ধুদের জন্য বা কোনগুলো পরিবারের সামনে বলা উচিত তা নিয়ে ভাবা উচিত। দু’জনেই ক্ষমা চেয়েছে। এ বার ওদের ক্ষমা করে দেওয়া উচিত।’’
আরও পড়ুন:
তবে একই সঙ্গে স্ট্যান্ডআপ কমেডি নিয়ে তাঁর মনের কথা জানিয়েছেন স্বানন্দ। তাঁর মতে, কৌতুকের ক্ষেত্রে কোনও রকম বিধিনিষেধ থাকা উচিত নয়। শিল্পীরাও যদি দায়িত্ব বুঝতে পারেন, সে ক্ষেত্রে আইনি পদক্ষেপের প্রয়োজন পড়ে না।
সম্প্রতি সময় রায়নার ‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’ শোয়ে রণবীর মন্তব্য করেছিলেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে?” এই মন্তব্য ভাইরাল হওয়ার পর থেকেই সমালোচনায় বিদ্ধ তিনি। রণবীরের বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে।