তিনি মুখ খুললেই বিতর্ক। এ বার বিতর্কিত কৌতুকশিল্পী কুণাল কামরার পাশে দাঁড়িয়ে ফের বিতর্কে জড়ালেন অভিনেত্রী। কুণালের সঙ্গে দু’টি ছবি ভাগ করে নিয়ে শিবসেনাকে নিয়ে ‘মশকরা’ করেছেন সেই পোস্টে।
ছবিতে কুণাল ও স্বরা দু’জনকেই খুব হাসিমুখে দেখা যাচ্ছে। ছবিগুলির সঙ্গে স্বরা লিখেছেন, “এক জন প্রশ্ন করেছিলেন, ‘তামিলনাড়ু কী ভাবে পৌঁছোব ভাই?” এই মন্তব্যের নিশানায় ছিলেন শিবসেনা ও একনাথ শিন্দের অনুগামীরা।
এই পোস্টের নেপথ্যে রয়েছে বিশেষ ঘটনা। মুম্বইয়ের এক স্টুডিয়োয় এক অনুষ্ঠানে একনাথ শিন্দেকে নিয়ে মন্তব্য করেছিলেন কুণাল। সেই মন্তব্য মেনে নিতে পারেননি একনাথের অনুগামীরা। তাঁরা স্টুডিয়োয় ভাঙচুরও চালান। সেই সময়ে ৫৩ সেকেন্ডের একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছিল। কুণালকে ফোন করে হুমকি দিয়েছিলেন একনাথের এক অনুগামী।
আরও পড়ুন:
হুমকি শুনে শান্ত কণ্ঠে কুণাল জানিয়েছিলেন, তিনি তামিলনাড়ুতে রয়েছেন। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি প্রশ্ন করেছিলেন, “তামিলনাড়ু কী ভাবে পৌঁছোব ভাই? দাঁড়ান, আমার স্যরের সঙ্গে কথা বলুন।” হুমকির মাঝে এই বলেই ফোন কেটে দিয়েছিলেন সেই ব্যক্তি।
এই ঘটনা নিয়েই মশকরা করেছেন স্বরা ও কুণাল। সঙ্গে সঙ্গে অভিনেত্রীর দিকে কটাক্ষ ধেয়ে আসে।
উল্লেখ্য, ভিন্ধর্মে বিয়ে করে কটাক্ষের শিকার হয়েছেন স্বরা। তা ছাড়া, তিনি পদ্মশিবিরের বিরোধী হিসেবেই পরিচিত। সেই কারণেও তির্যক মন্তব্যের মুখোমুখি হয়েছেন তিনি একাধিক বার। সম্প্রতি গাজ়া-প্যালেস্তাইনের হয়ে প্রচার করেও রোষানলে পড়েছিলেন তিনি।