করিনা কপূর এবং সইফ আলি খানের ছেলে তৈমুর। ছোট থেকেই নেটদুনিয়ার সেনসেশন সে। বারবার ভাইরাল হয়েছে তার নানা কাজকর্মের ছবি। রবিবার থেকে তার তেমনই একটি ছবি সোশ্যাল মিডিয়া। দাপিয়ে বেড়াচ্ছে। সেই ছবিতে তৈমুরকে দেখা যাচ্ছে বাবা সইফের সঙ্গে চাষের কাজ করতে।
গত মাসে হরিয়ানার গুরুগ্রামের কাছে পতৌদি শহরে তৈমুরকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন সইফ, করিনা। সেখানে সময় কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন করিনা। পতৌদি শহরে রয়েছে সইফদের বিশাল ফার্ম হাউস। সেখানেই বাবার সঙ্গে চাষ করতে দেখা যাচ্ছে তৈমুরকে। ছবিতে দেখা যাচ্ছে, কাদার মধ্যে হাঁটু ডুবিয়ে দাঁড়িয়ে রয়েছে তৈমুর। আর হাতে করে কাদা তুলছে সে। পাশে সইফকে দেখা যাচ্ছে নিজের মেজাজেই।
সইফ ও করিনার বিভিন্ন ফ্যানক্লাবের সোশ্যাল মিডিয়া পেজ থেকে পোস্ট করা হয়েছে ছবিগুলি। যা ইতিমধ্যেই ভাইরাল। দেখুন সেই ছবি—