আইপিএল(ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরাবরই খুব রাজকীয় ভাবে হয়। করোনা পরবর্তী সময়ে ছবিটা বদলেছে। খেলা শুরুর আগে ধুমধাম করে অনুষ্ঠান হয়নি গত ৩ বছর। এ বার ফিরছে আইপিএল-এর পুরনো সাজ। ১৬তম আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ একসঙ্গে দুই দক্ষিণী তারকার উপস্থিতি। তমন্না ভাটিয়া এবং রশ্মিকা মন্দানা সে দিন মঞ্চ আলো করবেন।

১৬তম আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ তমন্না ভাটিয়া এবং রশ্মিকা মন্দানা। ছবি: সংগৃহীত।
আইপিএল শুরু হতে চলেছে ৩১ মার্চ। প্রথম খেলা গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে প্রথম খেলা। জাঁকজমকে কোনও ত্রুটি হওয়ার সম্ভাবনা নেই এ বছর। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন তমন্না। ঘড়ি ধরে চলছে অনুশীলন। অভিনেত্রী হিসাবে এই সুযোগ পাওয়াও তাঁর কাছে সৌভাগ্যের। দর্শকের হৃদ্স্পন্দন বাড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন তিনি।
আরও পড়ুন:
রশ্মিকাও কম যান না! যদিও তাঁর পারফরম্যান্সের বিষয়ে বিশদ জানা যায়নি। বিষয়টা চমক হিসাবেই রাখতে চাইছেন কর্তৃপক্ষ। ‘পুষ্পা-২’-এর শুটিং সেরে ‘অ্যানিম্যাল’ নিয়ে ব্যস্ত তিনি এখন।গত বছর তমন্নাকে দেখা গিয়েছিল ‘প্ল্যান এ প্ল্যান বি’, এবং ‘বাবলি বাউন্সার’-এ। এ বছরও হাতে অনেকগুলি কাজ তাঁর। তমন্না অভিনীত ‘জি করদা’, ‘ভোলা শঙ্কর’, ‘জেলার’-এর মতো ছবি মুক্তির অপেক্ষায়।