Advertisement
E-Paper

সাহসী দৃশ্যে সাবলীল হলেও পর্দায় নগ্ন হতে কি রাজি নন তমন্না?

‘লাস্ট স্টোরিজ় ২’-তে বিজয় বর্মার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন। কিন্তু একটি বিষয়ে নিজের চারপাশে সীমারেখা টেনেছেন তমন্না।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ২১:১৯
Tamannah Bhatia revealed if she is willing to do a particular scene on screen

তমান্না ভাটিয়া। ছবি: সংগৃহীত।

গত কয়েক মাস ধরে সমাজমাধ্যম জুড়ে রাজত্ব করেছে একটি গানের ভিডিয়ো। ‘স্ত্রী ২’ ছবিতে ‘আজ কি রাত’ গানের সঙ্গে তমন্না ভাটিয়ার নাচ। সবুজ পোশাকে তমন্নার শরীরী বিভঙ্গে মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা। সাধারণত ‘আইটেম’ গানে নাচের সময় অভিনেত্রীর নির্মেদ চেহারা নজর কাড়ে। জিমে পরিশ্রমের দৌলতে টান টান সেই চেহারাই অন্যতম আকর্ষণ। এখানেই ছক ভেঙেছেন তমন্না। তাঁর শরীরে পাতলা কোমরের চিহ্ন নেই। বরং সামান্য পৃথুল চেহারা নিয়েই নেচেছেন তিনি। বলা ভাল, জিমে না যাওয়া তন্বী নারীর চেহারাই ধরা পড়েছে। নেটাগরিকের মতে, এটা তমন্নার ছকভাঙা সাহসী পদক্ষেপ। চিত্রনাট্যের প্রয়োজনে সাহসী দৃশ্যেও অভিনয় করেছেন তমন্না। ‘লাস্ট স্টোরিজ় ২’-তে বিজয় বর্মার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন। কিন্তু একটি বিষয়ে নিজের চারপাশে সীমারেখা টেনেছেন তমন্না।

পর্দায় নগ্ন দৃশ্যে অভিনয় করতে ইচ্ছুক নন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান তমন্না। তাঁর কথায়, “পর্দায় নগ্নতার কোনও প্রশ্নই আসে না।” তমন্নার সঙ্গে সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন অভিনেতা অবিনাশ তিওয়ারি। তিনি তমন্নাকে প্রশ্ন করেন, যদি কোনও আন্তর্জাতিক ছবিতে সূক্ষতার সঙ্গে নগ্ন দৃশ্য তুলে ধরা হয়, তা হলেও কি তিনি রাজি হবেন না? সেই প্রশ্ন শুনে কিছুটা ভেবে তমন্না বলেন, “আমি এটাই বলতে চাইছি। আন্তর্জাতিক ছবির ক্ষেত্রে হয়তো ঠিক আছে।” তবে তা-ও নগ্নতা নিয়ে তিনি স্বচ্ছন্দ হবেন কি না স্পষ্ট জানাননি। সম্প্রতি মুক্তি পেয়েছে তমন্নার ছবি ‘সিকন্দর কা মুকদ্দর’। ছবিতে রয়েছেন অবিনাশ তিওয়ারি ও জিমি শেরগিলও।

Tamannah Bhatia Tamannaah Bhatia Actress bold scenes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy