Advertisement
E-Paper

‘সনাতনকে ধ্বংস করতে একটাই অস্ত্র’, কমল হাসনের মন্তব্যের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত পদ্মশিবিরের

সম্প্রতি চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে সনাতন ধর্মের গোঁড়ামি ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেছেন কমল হাসন, যা নিয়ে ক্ষুব্ধ পদ্মশিবির।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১৭:৩৬
কমল হাসনের বিরুদ্ধে বড় অভিযোগ।

কমল হাসনের বিরুদ্ধে বড় অভিযোগ। ছবি: সংগৃহীত।

সনাতন ধর্মকে ‘অপমান’ করার অভিযোগ উঠল কমল হাসনের বিরুদ্ধে। দক্ষিণী তারকার সমস্ত ছবি বয়কটের দাবিও তুলেছে পদ্মশিবির। সম্প্রতি চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমল। সেখানে নাকি সনাতন ধর্মের গোঁড়ামির বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেছেন তিনি। এই মন্তব্যগুলি ভাল ভাবে নেননি তামিলনাড়ুর বিজেপি সচিব অমরপ্রসাদ রেড্ডি। চেন্নাইয়ের অনুষ্ঠানে কমলের ওই মন্তব্যের জেরে অভিনেতা-রাজনীতিকের উপরে নিষেধাজ্ঞা জারির দাবি উঠেছে।

অমরপ্রসাদ নিজের সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন। ভিডিয়োয় তিনি বলেছেন, “আমি সমস্ত হিন্দুর কাছে আবেদন করছি, কমল হাসন সনাতন ধর্মকে ধ্বংস করতে চান। ওঁর ছবি বয়কট করুন। এটা যেন একটা বার্তা হিসাবে যায়। সনাতন ধর্মকে অপমান করলেই তার ফল ভুগতে হবে। দেখা যাক, এর পরে আর কোন অভিনেতা হিন্দু ধর্ম নিয়ে ব্যঙ্গ করার সাহস দেখান।”

সেই ভিডিয়োতেই কমলকে নিয়ে বিজেপি সচিব আরও বলেন, “জনপ্রিয় অভিনেতা কমল হাসন সম্প্রতি একটি জায়গায় বলেছেন, তিনি সনাতন ধর্মকে ধ্বংস করতে চান। আগে এই কাজ করতেন উদয়নিধি স্ট্যালিন (তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী)। এখন কমল হাসন বলছেন। আমি সমস্ত হিন্দুকে বলছি, এ বার এই লোকগুলোকে শিক্ষা দেওয়ার সময় এসেছে। প্রেক্ষাগৃহে বা ওটিটিতে কমল হাসনের ছবি দেখা বন্ধ করতে হবে। ওর এই মন্তব্য কোটি কোটি ভারতীয় ও হিন্দুর ভাবাবেগে আঘাত করেছে।”

কমল সেই অনুষ্ঠানে দাবি করেছিলেন, একমাত্র শিক্ষাই মানুষকে রক্ষা করতে পারে। তিনি বলেছিলেন, “এই যুদ্ধে, শুধু শিক্ষারই সামর্থ্য রয়েছে দেশকে বদলানোর। একনায়কতন্ত্র ও সনাতনকে ধ্বংস করার ক্ষমতা রয়েছে একমাত্র শিক্ষার। হাতে আর অন্য অস্ত্রের দরকার নেই। অন্য কোনও অস্ত্র দিয়ে যুদ্ধ জেতা যাবে না।” ওই বক্তব্যের মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে সনাতন ধর্মের গোঁড়ামির বিপক্ষেই কমল বলতে চেয়েছেন বলে উল্টো দিকে অনেকের যুক্তি।

Kamal Haasan BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy