ইতিহাসের পাতা থেকে ছোট পর্দায় উঠে আসছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। স্টার জলসায় সদ্য শুরু হয়েছে নতুন ধারাবাহিক। এই ধারাবাহিক দিয়ে আরও একবার ‘দেবী’ চরিত্রে দেখা যাবে তনুশ্রী ভট্টাচার্যকে। যাঁর আশীর্বাদে রানি ভবানী শক্তিশালী হয়ে উঠেছিলেন, সেই দেবী ‘ভবানী’র চরিত্রে দেখা যাবে তাঁকে।
নতুন ধারাবাহিকে নতুন চরিত্রের খবর জানিয়েছিলেন তিনিই। ঘুরে ফিরে আবারও দেবী চরিত্রে আপনি। একঘেয়ে লাগে না? প্রশ্ন ছিল আনন্দবাজার ডট কমের। তনুশ্রীও সে কথা স্বীকার করে নিয়েছেন। বলেছেন, “এক এক সময় সত্যিই একঘেয়েমিতে ভুগি। ভয়ও করে, টাইপকাস্ট হয়ে যাচ্ছি না তো! কিন্তু দেবী চরিত্রে অভিনয়ের ডাক পেলে না বলতে পারি না। অদ্ভুত এক আকর্ষণ বোধ করি।” পাশাপাশি এও যুক্তি দেখিয়েছেন, পরে তাঁর এটাও মনে হয়, সকলে দেবী চরিত্রে অভিনয় করতে পারেন না। সকলকে মানায় না। তাঁকে মানায় বলেই ডাক পান। ঈশ্বর না চাইলে এই চরিত্র পাওয়াও যায় না।
আরও পড়ুন:
কথা প্রসঙ্গে তনুশ্রী ভাগ করে নিয়েছেন তাঁর এক ভিন্ন অনুভূতি। “বছর খানেক আগে মেয়েকে নিয়ে কোথাও যাচ্ছি। আমাদের গা়ড়ি সিগনালে দাঁড়িয়ে। হঠাৎ, রাস্তায় দাঁড়িয়ে থাকা এক দল তৃতীয় লিঙ্গের মানুষ গাড়ির দরজায় টোকা দিলেন।” কাচ নামাতেই জোড় হাতে প্রণাম জানিয়ে উদাত্ত কণ্ঠে বলে উঠলেন তাঁরা, “কেমন আছেন গো মা ভবতারিণী?” এই ঘটনার এক বছর আগে ‘রাণী রাসমণি’ ধারাবাহিকে তনুশ্রী ওই চরিত্রে অভিনয় করেছিলেন। আবেগে আপ্লুত অভিনেত্রী সে দিন ভাল করে ওঁদের সঙ্গে কথাও বলতে পারেননি। কেবল জোড় হাতে ওঁদের উদ্দেশ্যে প্রতি নমস্কার জানিয়েছিলেন।
গায়ে তকমা এঁটে যাওয়ার পাশাপাশি এও শোনা যায়, বার বার দেবী চরিত্রে অভিনয়ের ফলে আধ্যাত্মিক টান তৈরি হয় মনের মধ্যে। সংসার থেকে যদি মন উঠে যায়? শুনে হেসে ফেলেছেন অভিনেত্রী। এমনিতেই তাঁর মধ্যে আধ্যাত্মিকতা বেশি। তার জন্যই হয়তো দেবী চরিত্রে এত ডাক পান। ধারাবাহিকে শুধুই ‘মা ভবানী’ নয়, যত দেবীকে দেখানো হবে সে সব চরিত্রেই অভিনয় করবেন তনুশ্রী।