অনেক দিন আগে এক রাজকন্যে ছিল। সাত সমু্দ্র তেরো নদীর এ-পারে ও-পারে সমস্ত রাজারা সেই রাজকন্যের এক ঝলক পাওয়ার জন্য আকুতি করতেন! রাজকন্যের সৌন্দর্যে মুগ্ধ ছিল সব কবি ও শিল্পী।
সেই রাজকন্যে এখনও আমাদের মধ্যেই আছে। তাঁর জন্মদিন আজ। বৃহস্পতিবার তাঁকেই শুভেচ্ছা জানালেন তাঁর বন্ধু ও শিল্পী ফোটোগ্রাফার তথাগত ঘোষ। প্রিয়ঙ্কা সরকারকে ঠিক এ ভাবেই রাজকন্যা বানালেন নিজের মানসচক্ষে। আর তার পোস্ট দেখে স্তম্ভিত নেটাগরিকরা। এমন সুন্দর করে শুভেচ্ছা জানানো যায়!
তথাগত পেশায় ফ্যাশন ফটোগ্রাফার। প্রিয়ঙ্কা সরকার ও তথাগত ঘোষ বহু দিন ধরে একসঙ্গে কাজ করছেন। তাঁদের গভীর বন্ধুত্ব তৈরি হয়। তখন থেকেই ইন্ডাস্ট্রিতে কানাঘুষো শোনা যেত, রাহুলের সঙ্গে ডিভোর্সের পর নাকি তথাগতকেই ডেট করছেন প্রিয়ঙ্কা। একসঙ্গে ঘুরতে যাওয়া, ছবি দেখতে যাওয়া, দু’জনের সুন্দর মুহূর্তের ছবি— এ সব দেখে গু়ঞ্জন বাড়তে থাকে দিনের পর দিন। তবে আনন্দবাজার ডিজিটালের সঙ্গে সাক্ষাৎকারেই তিনি সব জল্পনা এক ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন তাঁরা ভাল বন্ধু। মাঝে ফের টলি পাড়ায় ফিসফাস শুরু হয়, তথাগত আর প্রিয়ঙ্কার সম্পর্ক নাকি আর আগের মতো নেই। একসঙ্গে কাজ করতে দেখা যাচ্ছে না।
কিন্তু এ দিনের পোস্ট দেখে ফের জল্পনায় রসদ। নেটাগরিকদের মতে, এত সুন্দর করে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন খুব কাছের মানুষই। তা হলে আবার তাঁদের বন্ধুত্বের যাত্রা শুরু?
আরও পড়ুন: বর্ষশেষে মাইকের সামনে বচ্চন পরিবার, তৈরি হচ্ছে সঙ্গীত
আরও পড়ুন: ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ মনোনীত দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে