২০১৯ থেকে ২০২১। টানা ২ বছর জনপ্রিয় ধারাবাহিকের তকমা ধরে রাখার পর শেষ হচ্ছে জি বাংলার ‘আলো ছায়া’। মনখারাপ গোটা টিমের। আনন্দবাজার ডিজিটালের সঙ্গে কথা বলতে গিয়ে বিষণ্ণ ‘আলো’ দেবাদৃতা বসুও। চিত্রনাট্যের দাবি মেনেই শেষ হচ্ছে ‘আলো ছায়া’? দেবাদৃতা জানালেন, শুধু চিত্রনাট্য নয়, টিআরপি, গল্প, সময়--- সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত চ্যানেল কর্তৃপক্ষের। সায় দিয়েছেন ক্রিয়েটিভ প্রোডিউসার সুশান্ত দাসও।
বুধবার শেষ শ্যুটিং ছিল মেগার। শ্যুট শেষে গোটা টিম এক ফ্রেমে বন্দি। যদিও তার আগে ক্যামেরাকে আড়াল করে চোখ মুছেছেন প্রায় সবাই। ‘আলো’ যেমন স্পষ্ট জানালেন, ‘‘টানা ২ বছর কাজ করতে করতে আমরা সবাই একটা পরিবার হয়ে গিয়েছিলাম। সবার সমস্যায় সবাই এগিয়ে আসতেন। এ ওকে খাইয়ে দিতেন। খুব মিস করব।’’ তার পরেই জানালেন, এই রেশ থাকতে থাকতে শেষ হয়ে যাওয়াই ভাল। তিনি নিজেও বুঝেছিলেন এ বার থামা দরকার।
ধারাবাহিক থেকে নাকি ব্রেক চাইছিলেন দেবাদৃতাও। কেন? সাফ জবাব, ‘‘এক টানা একটি চরিত্র করার পর নতুন কিছু করার খিদে জাগে। হয়তো সেই অনুভূতি থেকেই আমার এই চাওয়া।’’ নতুন কোনও অফার পেয়েছেন? ‘আলো’র জবাব, একাধিক কাজের অফার তাঁর হাতে। এখনও ঠিক করেননি কোনটা করবেন। তাই আগাম কিছুই জানাতে পারছেন না।