বই উদ্বোধন উপলক্ষে শহরে ইমতিয়াজ আলি। শুধুই বই প্রকাশের জন্য মুম্বই ছেড়ে কলকাতায় তিনি?
শুক্রবার শীত সন্ধের খবর, টেকনো ভালভস সংস্থার সিইও রোহিত বেহানি ‘যব উই মেট’ পরিচালকের বাল্যবন্ধু। এক সঙ্গে স্কুলে পড়াশোনা করেছেন তাঁরা। সংস্থার ৫০ বছরের উদযাপনে তাই কৃতি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন আর এক বন্ধু। সেখানেই কথাপ্রসঙ্গে ইমতিয়াজের বক্তব্য, ‘‘পরিচালনার চাপে বই ভুলেছি। রোহিতের সংস্থা এবং তাদের প্রকাশিত ‘কফি টেবল বুক’ আড্ডা, বই দুটোই ফিরিয়ে দিল এক সন্ধেয় জন্য।’’ রোহিতের স্মৃতিচারণ, ‘‘আমার বন্ধু এতটাই খাদ্যরসিক যে বিস্বাদ চাউমিনও চেটেপুটে শেষ করে আবার এক প্লেট চাইতে পারে!’’