তেলঙ্গানাবাসীদের কথায়, ‘‘এ দেশে কেবল এক জনই ঈশ্বর রয়েছেন। তিনি অভিনেতা সোনু সুদ।’’ বলিউড অভিনেতা সোনু সুদের মন্দির তৈরি হল তেলঙ্গানায়।
মানুষই ঈশ্বর, এই কথাই প্রমাণ করেছেন সোনু। আর তাঁর মর্যাদা দিতেই এই পদক্ষেপ। সিদ্দিপেটের ডব্বা টণ্ডা গ্রামে স্থাপন করা হয়েছে তাঁর নামের মন্দির। বসানো হয়েছে তাঁরই আদলে মূর্তি।
‘‘জয় হো সোনু সুদ!’’ স্লোগান দিতে দিতে মন্দির উদ্বোধন করলেন সোনু অনুরাগীরা। সোনু সুদের সামনে আরতি করলেন স্থানীয়রা। মূর্তির পিছনে বড় প্ল্যাকার্ডে লেখা ‘দেশের বাস্তব হিরো সোনু সুদ।’ নিজেদের ভাষায় গান গাইলেন একসঙ্গে।