Advertisement
E-Paper

প্রথম বার অনস্ক্রিনে শাশুড়ি-বৌমা! c/o দ্য বিগ বং কানেকশন

ওয়েব সিরিজ ‘দ্য বিগ বং কানেকশন’। আজ মঙ্গলবার থেকে সনি লিভ-এ স্ট্রিমিং শুরু হল এই নতুন ওয়েব সিরিজের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ১০:০০
সেলফি মুডে শাশুড়ি-বৌমা। সঙ্গে আছেন অভিনেতা শামুন আহমেদও।

সেলফি মুডে শাশুড়ি-বৌমা। সঙ্গে আছেন অভিনেতা শামুন আহমেদও।

বেঙ্গালুরু থেকে চাকরি ছেড়ে কলকাতায় ফিরেছে শামুন। উদ্দেশ্য ক্যাফে খুলবে। যাও বা ক্যাফে তৈরির জায়গা খুঁজে পেল, তা-ও তা ইতিমধ্যেই বুক করে ফেলেছে ঋদ্ধিমা। এই নিয়ে দু’জনের মধ্যে তর্ক চরমে। তার মধ্যেই হঠাৎই শামুনকে চুমু খেয়ে ফেললেন ঋদ্ধিমা। সত্যি নাকি?

সত্যিই ঘটেছে এই ঘটনা। শামুনকে চুমুটাও খেয়েছেন ঋদ্ধিমা। তবে সবটাই অনস্ক্রিনের কারণে। সৌজন্যে ওয়েব সিরিজ ‘দ্য বিগ বং কানেকশন’।

আজ মঙ্গলবার থেকে সনি লিভ-এ স্ট্রিমিং শুরু হল এই নতুন ওয়েব সিরিজের। আর এখানেই শামুন, ঋদ্ধিমা, মিঠুর চরিত্ররা হলেন রোহিত, স্নেহা এবং রোহিতের মা।

দেখুন ট্রেলার

শাশুড়ির সঙ্গে প্রথম বার কাজ করে ঋদ্ধিমা বললেন, ‘‘বাবার সঙ্গে কাজ করেছি, অর্জুন-গৌরবের সঙ্গেও কাজ করেছি, মায়ের সঙ্গে কখনও কাজ করিনি। সেই ইচ্ছেটা ‘দ্য বিগ বং কানেকশন’ পূরণ করে দিল। আমাদের এই ইউনিটে সবাই বাচ্চা। সপ্তর্ষি নিজেও একটা বাচ্চা। তা-ও কী সুন্দর ও সবাইকে সামলাতো। ওকে দেখে কখন ও ডিরেক্টর-ডিরেক্টর মনে হত না। আর ওই পপ্সি মাসির চরিত্রটার মতো আমারও একটা মাসি আছে। আমি ওঁকে দিদি বলি। আমার ছোট্ট বেলার বন্ধু দেবপ্রিয়র (সিরিজে বিল্লু) সঙ্গেও প্রথম বার কাজ করলাম। সব মিলিয়ে দ্য বিগ বং কানেকশন আমার কাছে খুবই স্পেশ্যাল।’’

‘দ্য বিগ বং কানেকশন’-এর একটি দৃশ্যে ঋদ্ধিমা এবং শামুন।

ঋদ্ধিমা যাকে বাচ্চা বললেন অর্থাৎ সপ্তর্ষি, সেই সপ্তর্ষির কাজ কিন্তু একবারেই বাচ্চাসুলভ নয়। লিস্ট দেওয়া যাক। ‘মাছের ঝোল’ এবং ‘কলকাতায় কলম্বাস’ ছবির ক্রিয়েটিভ প্রোডিউসার, শর্ট ফিল্ম ‘পিঙ্গ’ যেখানে অভিনয় করেছেন প্রিয়ঙ্কা সরকার, বেশ কিছু বিজ্ঞাপনী ছবি— ইতিমধ্যেই রয়েছে সপ্তর্ষির সিভিতে। তিনি বললেন, ‘‘সিনেমার মতো করেই দ্য বিগ বং কানেকশন লেখা হয়েছে, শুট করা হয়েছে। মোট দশটা এপিসোড। ২২-২৩ মিনিট করে এক একটা এপিসোড। দর্শকদের কোনও সময় বোর লাগবে না, এইটুকু বলতে পারি। প্রত্যেকটা চরিত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ, নায়ক-নায়িকার উপর ভিত্তি করে একটা ফিচার ফিল্ম হয়ে যেতে পারে, ওয়েব সিরিজ নয়। আর দ্য বিগ বং কানেকশন-এ একটা চরিত্রই এক জনকে ভেবে লেখা। সেটা মিঠু আন্টির (মিঠু চক্রবর্তী)চরিত্রটা।’’

আরও পড়ুন: প্রথম বিবাহবার্ষিকী, কী ভাবে সেলিব্রেট করলেন গৌরব-ঋদ্ধিমা?

আরও পড়ুন: ‘রকের ছেলেদের চর্চা পাশের বাড়ির বৌদিকে নিয়ে, দেশনায়ক নিয়ে নয়’

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন।)

এ ছবির রোহিত অর্থাৎ শামুন আহমেদ। শামুন আহমেদ প্রয়াত চিত্র পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ‘ইলার চার অধ্যায়’ করার পর থেকে বহুদিন বেপাত্তা ছিলেন। বললেন, ‘‘কোথাও পালাইনি। ভাল রোল পাচ্ছিলাম না, তাই কাজ করছিলাম না। জয় (প্রযোজক জয় বি গঙ্গোপাধ্যায়) আমাকে মুম্বই থেকে ধরে নিয়ে এসেছে। আসলে বাপ্পাদা (বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়)মারা যাওয়ার পর থেকে আমার আর কলকাতা ভাল লাগছিল না। বাপ্পাদাকে বহু বছর স্ট্রাগল করতে দেখেছি। নোংরা পলিটিক্সের সঙ্গে লড়াই করতে দেখেছি। তাই কলকাতা আর এই ইন্ডাস্ট্রিটা আমার আর ভাল লাগছিল না। তবে মুম্বইতে বেশ কিছু কাজ করছি। একটা বড় ওয়েব সিরিজের খবর খুব তাড়াতাড়িই দিতে পারব। এই টিমের প্রত্যেকের সঙ্গে কাজ করাটাই খুব চ্যালেঞ্জিং।’’

পপ্সি মাসির ভূমিকায় ঋ। ব্যবসা টু প্রেম সব কিছুর টোটকাই স্নেহাকে দিয়ে থাকেন এই মাসি।

এই তিন চরিত্রের বাইরেও ‘দ্য বিগ বং কানেকশন’ উপহার দেবে পপ্সি মাসিকে। এই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋ। এক বিদেশিনীর ভূমিকায় দেখা যাবে মায়া র‍্যাচেল ম্যাকম্যানাসকে। কানেকশনটা বিরাট বাংলা হলেও, খুঁজে ফিরে দু-চারটি বাংলা শব্দ ছাড়া গোটা সিরিজটা ইংরেজি আর হিন্দিতে। এই সিরিজের লুক ডিজাইনার অনিরুদ্ধ চাকলাদার। নিকিতা গাঁধীর একটি গানও (বাতে গ্যাহেরি হ্যয়) দর্শক শুনতে পাবেন। তা হলে আর দেরি কেন? লগ ইন করুন ‘দ্য বিগ বং কানেকশন’-এ।

(মুভি ট্রেলারথেকে টাটকামুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদেরবিনোদনবিভাগ।)

The Big Bong Connection Ridhima Ghosh Shamaun Ahmed Mithu Chakraborty Rituparna Sen Tollywood Celebrities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy