শ্যাম রাখবেন না কুল? কিছুতেই মনস্থির করতে পারছেন না! টানাপড়েনে জেরবার ছোট পর্দার এই নায়িকা। কেন নায়িকার এত সমস্যা? দিব্যি ছিলেন প্রেমিককে নিয়ে। বুদ্ধিমানের মতো সম্পর্কের শুরুতে সমাজমাধ্যমে জানিয়েছিলেন, প্রেমে আছেন তিনি। ব্যস, সংবাদমাধ্যম থেকে অনুরাগী— কেউ আর যুগলকে বিরক্ত করেনি। হঠাৎ কী যে হয়ে গেল! নায়িকার নাম জড়িয়ে গেল নায়কের সঙ্গে। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল গুঞ্জন।
সেই চর্চা সংবাদমাধ্যমের শিরোনাম হতেই মাথায় হাত নায়িকার পরিবারের। তাঁদের চিন্তা, মেয়ে বুঝি ধরাছোঁয়ার বাইরে চলে গেল! কারণ, নায়কটি বয়সে এবং অভিজ্ঞতায় পোড় খাওয়া। এই চিন্তা একা নায়িকার পরিবারের? তাঁর স্বঘোষিত প্রেমিকেরও! তিনিও তো সংবাদমাধ্যমে নিয়মিত চোখ বোলান। এ-ও শুনেছেন, নায়ক নাকি নায়িকার পাশে না বসলে তাঁর মুখভার হয়ে যায়!
ফলাফল? টেলিপাড়ার অন্দরের খবর, দক্ষিণ কলকাতার একটি বাড়িতে শুটিংয়ের সেট পড়েছিল। পুরনো বাড়িকে ছোট পর্দায় ‘বাগানবাড়ি’ দেখানো হবে।
সকাল থেকে জোরকদমে শুটিং চলছে। বেলা গড়িয়ে বিকেল। হঠাৎ সাঙ্গোপাঙ্গ নিয়ে সেখানে হাজির নায়িকার সত্যিকারের প্রেমিক (এখনও পর্যন্ত)। নিজের চোখে দেখবেন, নায়কের সঙ্গে তাঁর প্রেমিকা প্রেম করছেন কি না।
আরও পড়ুন:
এসে তিনি কী দেখলেন? নায়ক নিজের ঘরে বসে মন দিয়ে সংলাপ মুখস্থ করছেন। অনেক লোকের সাড়া পেয়ে একবার মুখ বাড়িয়ে উঁকি দিয়েছিলেন বটে। তার পর আবার তিনি নিজের ঘরে।
তাতেও কি সমস্যা মিটেছে? সারা ক্ষণ কেউ না কেউ নাকি নায়িকাকে চোখে চোখে রাখছেন। এমনও শোনা যাচ্ছে, রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ের সময়েও নাকি তাঁর পরিবার সেটে হাজির! বেচারি মন খুলে তাই প্রেমের দৃশ্যেও অভিনয় করতে পারছেন না!