Advertisement
E-Paper

ভারতে একের পর এক ছবির শুটিং বাতিল! পরিবর্তে বাংলাদেশের পরিচালকেরা কি শ্রীলঙ্কামুখী? কেন?

চলতি মাসেই একাধিক বাংলাদেশি ছবির শুটিং শুরু হওয়ার কথা শ্রীলঙ্কায়। তবে এ সব ছবির শুটিং হওয়ার কথা ছিল ভারতেই। সম্প্রতি তা বাতিল করা হয়েছে। কী কারণে এই সিদ্ধান্ত?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৬:৫৫
‘বাঁ দিক থেকে ডান দিকে) শাকিব খান, জ্যোতিমর্য়ী কুণ্ডু, সিয়াম আহমেদ, সুস্মিতা চট্টোপাধ্যায়।

‘বাঁ দিক থেকে ডান দিকে) শাকিব খান, জ্যোতিমর্য়ী কুণ্ডু, সিয়াম আহমেদ, সুস্মিতা চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক।

প্রত্যেকটি ছবির শুটিং হওয়ার কথা ছিল ভারতে। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’য় প্রকাশিত খবর অনুযায়ী, সব ক’টি ছবির শুটিং হচ্ছে শ্রীলঙ্কায়। তালিকায়, ‘প্রিন্স’, ‘রাক্ষস’। আনন্দবাজার ডট কম-কে দ্বিতীয় ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, ইতিমধ্যেই তিনি টিম নিয়ে পৌঁছে গিয়েছেন সে দেশে। একই ভাবে ‘প্রিন্স’ ছবির কলাকুশলীরাও শনিবার পা রেখেছেন শ্রীলঙ্কায়।

এই জায়গা থেকেই প্রশ্ন উঠেছে, সাম্প্রতিক ভারত-বাংলাদেশের মধ্যে মাথাচাড়া দেওয়া একাধিক সমস্যার কারণেই কি এদেশের শুটিং সূচি বাতিল করে তা শ্রীলঙ্কায় করার সিদ্ধান্ত?

ও পার বাংলার সংবাদমাধ্যম জানাচ্ছে, কলকাতা, মুম্বইয়ের নানা স্থান, হায়দরাবাদ-সহ ভারতের প্রথম সারির শহরে ঘুরে ঘুরে শুটিংয়ের পরিকল্পনা ছিল বাংলাদেশের ছবির পরিচালক-প্রযোজকদের। সেই মতো কথাবার্তাও এগিয়েছিলেন তাঁরা। কিন্ত বাংলাদেশের কিছু অভ্যন্ত্যরীণ ঘটনার জেরে উদ্ভুত কিছু জটিলতার প্রেক্ষিতে দুই দেশের যাতায়াত ব্যবস্থা, ভিসা সংক্রান্ত বিষয়ে নানা সমস্যা তৈরি হয়েছে। এতে শুটিং পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে। ফলে, ভারতের মতোই প্রায় একই পরিবেশ শ্রীলঙ্কায় পাওয়ায় ঢালিউড (ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রি) ঝুঁকেছে সে দিকে। পাশাপাশি, নিরুপদ্রবে কাজ করার আশ্বাসও মিলেছে।

এ প্রসঙ্গে আক্ষেপ ঝরে পড়েছে পরিচালক হৃদয়ের কথাতেও। তাঁর মতে, “ভারতের সঙ্গে আমাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক, শৈল্পিক আদানপ্রদান বহু যুগের। তাতে সাময়িক ছেদ পড়েছে। আমাদের মনখারাপ। বিকল্প হিসেবে তাই উঠে এসেছে শ্রীলঙ্কা। ভারতের সঙ্গে তার ভৌগোলিক সাদৃশ্যও রয়েছে। সব মিলিয়ে তাই ওই দেশেই শুটিং সারব।”

তবে দুই বাংলার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে সচেতন কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, সম্প্রতি আইপিএলে কেকেআর থেকে ও পার বাংলার ক্রিকেটার মুস্তাফিজ়ুর রহমানের বাদ যাওয়ার পর দুই দেশের পরিবর্তিত কূটনৈতিক সম্পর্কের জেরেই এমন সিদ্ধান্ত। তবে হৃদয় সেটা নাকচ করে জানিয়েছেন, ক্রিকেট নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে, সেই কারণ কোনও ভাবেই ছায়া ফেলেনি। তিনি বরং আশাবাদী, শীঘ্রই এই সমস্যা মিটে যাবে। তা ছাড়া তাঁর দাবি, শুরু থেকেই ভারতের পাশাপাশি শ্রীলঙ্কাতেও শুটিংয়ের ‘রেকি’ করেছিলেন। তাঁর ইচ্ছা ছিল, শ্রীলঙ্কাতেও ছবির শুটিং করবেন।

একই ভাবে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’র শুটিংও খুব শিগগিরি শুরু হতে চলেছে শ্রীলঙ্কায়। খবর, ইতিমধ্যেই ছবির সঙ্গে যুক্ত একটি দল পৌঁছে গিয়েছে সেখানে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে ছবির শুটিং। জানা গিয়েছে, টিমের একাধিক সদস্য ভারতের ভিসা না পাওয়ায় প্রযোজক শ্রীলঙ্কায় শুটিং করা মনস্থ করেছেন।

প্রসঙ্গত, দুটো ছবিরই নায়িকা কিন্তু ভারতীয়। ‘প্রিন্স’ ছবিতে শাকিব খানের বিপরীতে প্রথম অভিনয় করতে চলেছেন দেবের নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। ‘রাক্ষস’ ছবিতে সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে।

এখানেই শেষ নয়। ও পার বাংলার নামপ্রকাশে অনিচ্ছুক কিছু প্রথম সারির প্রযোজনা সংস্থার তরফ থেকে খবর পাওয়া গিয়েছে, দু-দেশের সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত বেশ কয়েকটি বড় বাজেটের মিউজ়িক ভিডিয়োর শুটিংও নাকি হতে চলেছে শ্রীলঙ্কায়।

Shakib Khan Jyotirmoyee Kundu Siam Ahmed Susmita Chatterjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy