Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Zee Bangla

TV Serial: চ্যানেলে চ্যানেলে টক্কর! ‘গাঁটছড়া’কে চ্যালেঞ্জ জানিয়ে জি বাংলায় একই গল্প নিয়ে নতুন ধারাবাহিক?

এই একটি ঘটনাই নয়। সম্প্রতি ‘মন ফাগুন’-এর শীর্ষ সঙ্গীত ‘বাতাসে গুনগুন’ বেশ কয়েক দিন ধরেই বাজছে ‘মিঠাই’ ধারাবাহিকে।

শোলাঙ্কি রায়।

শোলাঙ্কি রায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৩৭
Share: Save:

ফের স্টার জলসা বনাম জি বাংলা! ‘মিঠাই’-এর সিংহাসন ‘গাঁটছড়া’র দখলে যেতেই নাকি টক্কর শুরু।

টেলিপাড়ায় খবর, ‘গাঁটছড়া’র মতোই তিন বোনের গল্প নিয়ে এ বার জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক। প্রযোজনায় ফিরদৌসল হাসান। ইতিমধ্যেই তাঁর দুটো ধারাবাহিক চলছে সান বাংলায়। ‘অগ্নিশিখা’ আর ‘সাথী’। খবর ছড়াতেই আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশনের কর্ণধারের সঙ্গে। খবরে মান্যতা দিয়েছেন ফিরদৌসল। জানিয়েছেন, তাঁর নতুন ধারাবাহিকের ক্রিয়েটিভ পরিচালক সন্দীপ চৌধুরী। তিন বোনের চরিত্রে অভিনয় করবেন সুকন্যা বসু, সোহিনী বন্দ্যোপাধ্যায়, সৌমী চট্টোপাধ্যায়। টেলিপাড়ায় আরও খবর, বড় বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুকন্যাকে। মেজ বোন সোহিনী। ছোট বোন সৌমী। মায়ের ভূমিকায় অভিনয় করবেন লাবণি সরকার।

‘গাঁটছড়া’য় তিন বোনের চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে শ্রীমা ভট্টাচার্য, শোলাঙ্কি রায়, অনুষ্কা গোস্বামী। পুরুষ চরিত্রে গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং রিয়াজ লস্কর। জি বাংলার নতুন ধারাবাহিকে পুরুষদের চরিত্রে কাদের দেখা যাবে? সে কথা জানাননি প্রযোজক। তবে তাঁর দাবি, দু’টি ধারাবাহিকের গল্প একই, এটি বাজে রটনা। তিন বোনের গল্প মানেই ‘গাঁটছড়া’র গল্প, এমন ভাবার কারণ নেই। দর্শক সেটা দেখলেই বুঝবেন। নতুন ধারাবাহিকের শ্যুট সম্ভবত শুরু হবে মার্চ মাসে। এ-ও শোনা যাচ্ছে, ‘গাঁটছড়া’য় ‘খড়ি’ ওরফে শোলাঙ্কি নানা ধরনের হাতের কাজে পটু। নতুন ধারাবাহিকে বোনেরা সংসার চালাবে চপ ভেজে! ‘বাংলা সেরা’ ধারাবাহিকের প্রযোজক স্নিগ্ধা বসুও মুখ খুলেছেন বিষয়টি নিয়ে। তাঁর বক্তব্য, ‘‘কাউকে নকল করা মানে একই গল্প দর্শকদের উপহার দেওয়া। এতে ধারাবাহিকের মান পড়ে যায়। দর্শক সংখ্যাও কমতে থাকে। কারণ, তাঁরা সব সময়েই নতুন কিছু দেখতে চান। ফলে, ক্ষতি হয় চ্যানেলের।’’

শুধু এই একটি ঘটনাই নয়। সম্প্রতি ‘মন ফাগুন’-এর শীর্ষ সঙ্গীত ‘বাতাসে গুনগুন’ বেশ কয়েক দিন ধরেই বাজছে ‘মিঠাই’ ধারাবাহিকে। এই নিয়েও ধারাবাহিকের পেজগুলিতে জোর চর্চা চলছে। নানা কটূক্তি করছেন ধারাবাহিকের অনুরাগীরা। যদিও বিষয়টি নিয়ে কোনও কথা বলেননি অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের অন্যতম কর্ণধার স্নিগ্ধা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE