Advertisement
E-Paper

টিনএজ হার্টথ্রব

ফ্যাশন, আচরণ, উপার্জনের অঙ্ক বা প্রতিভা... অনেক কিছু নিয়েই বিতর্কের মুখে এই গায়করা। কিন্তু তাঁদের জনপ্রিয়তা বাড়ছেই...ফ্যাশন, আচরণ, উপার্জনের অঙ্ক বা প্রতিভা... অনেক কিছু নিয়েই বিতর্কের মুখে এই গায়করা। কিন্তু তাঁদের জনপ্রিয়তা বাড়ছেই...

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৭ ০০:৩৪
সেলেনা, এড এবং জাস্টিন

সেলেনা, এড এবং জাস্টিন

মূলত গানই তাঁদের প্রতিভা। কিন্তু মাত্র একটা পরিচয় দিলে ভুল হবে। তাঁদের ফ্যাশন স্টেটমেন্ট তাক লাগানো। কেউ যদি একই সম্পর্কে বহু বার জড়িয়ে পড়েন, তো কারও প্রিয় মানুষের তালিকাটা বেশ লম্বা। তবে তাঁদের সকলের জনপ্রিয়তাই আকাশছোঁয়া। গোটা বিশ্বের টিনএজারদের মধ্যে যে পরিমাণ পাগলামোর বীজ এই পপুলার তারকারা বুনে দিয়েছেন, তা আপনি এক ঝটকায় বিশ্বাস না-ই করতে পারেন। তাতে এই তারাদের কিছুই যায় আসে না। কারণ, তাঁরা নিজের মর্জির মালিক। এই বিপুল জনপ্রিয়তা সামলাতে গিয়ে কখনও কেউ হোঁচট খেয়েছেন, কেউ আবার ফ্যাশনে-অ্যাটিটিউডে তা কাটিয়ে ফেলেছেন। কিন্তু থেমে যাননি মোটেও। আর এটাই পপ তারাদের প্রতি টিনএজারদের টান বজায় রাখার জন্য যথেষ্ট।

লোকে বলে, কেউ চাইলে জাস্টিন বিবারকে ভালবাসতে পারে, ঘৃণা করতে পারে। কিন্তু মোটেও নাকি তাঁকে অগ্রাহ্য করা যায় না। কী এমন মহিমা বিবারের? এই কানাডিয়ান গায়ক-লেখকের ‘মাই ওয়র্ল্ড’, ‘নেভার সে নেভার’, ‘জার্নালস’, ‘পারপাস’ ঘিরে বেশ হুল্লোড়। শর্ট স্ট্রেট হেয়ারকাট, সিলভার লাইন নেকলেস, স্কিনি প্যান্ট, মেটালিক গ্লাভস, সারা গায়ে ট্যাটু... তাঁর ফ্যাশন স্টেটমেন্টের প্রেমেও পড়েছেন অনেকে। তিনি বিতর্কের শিরোমণিও। প্রতিবেশীর বাড়িতে ডিম ছোড়া, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, মঞ্চে লিপ সিঙ্ক, কৃষ্ণাঙ্গদের প্রতি জাতিবিদ্বেষমূলক মন্তব্য... গায়কের বিরুদ্ধে অভিযোগের তালিকা কম নয় মোটেও। সেলেনা গোমেজের সঙ্গে বিবারের সম্পর্ক নিয়েও তুমুল আলোচনা। কখনও দু’জনের উদ্দাম প্রেম, তো কখনও বিচ্ছেদের সুর।

বিবারের প্রেমিকা সেলেনা গোমেজের পরিচিতি কিন্তু এখনকার নয়। দশ বছর বয়স থেকেই ‘বার্নি অ্যান্ড ফ্রেন্ডস’, ‘উইজার্ডস অব ওয়েভারলি প্লেস’ জাতীয় টিভি সিরিজ ও কিছু ছবিতে অভিনয় করার সুবাদে সেলেনা নজর কেড়েছিলেন। ‘ফর ইউ’, ‘রিভাইভাল’-এ তাঁর গানে শ্রোতাদের মাতিয়ে সেলেনা হয়ে উঠেছেন ‘আমেরিকান সুইটহার্ট’। ইনস্টাগ্রামে তাঁর ১৩১ মিলিয়ন ফলোয়ারের ফ্যানবেস বেশ শক্তিশালী। মিষ্টি চেহারা, বুদ্ধিদীপ্ত হাসিতে সেলেনা অনেকের ‘গার্ল নেক্সট ডোর’। বিবার ছাড়া জড়িয়েছেন নিকি জোনাস, অ্যাবেলের সঙ্গে। তবে সবচেয়ে আলোচিত হয়েছেন বিবারের সঙ্গে ‘অন অ্যান্ড অফ’ সম্পর্ক নিয়ে।

আরও পড়ুন: ‘সলমনের ছত্রচ্ছায়ায় কে না আসতে চায়’

মাইলি সাইরাসের সম্পর্ক নিয়েও কম কথা হয়নি। ডিজনির ‘হ্যানা মন্টানা’য় মাইলি সকলের নজর কেড়েছিলেন। ‘হ্যানা মন্টানা টু: মিট মাইলি সাইরাস’ থেকে শুরু করে ‘দ্য ক্লাইম্ব’, ‘কান্ট বি টেম্‌ড’-এ তাঁর গায়কি যত না জনপ্রিয় হয়েছে, তার চেয়ে বেশি আলোচনায় এসেছে মাইলির বিবর্তন! অ্যাডাল্টহুডের হাত ধরে এক সময়ের দুষ্টু-মিষ্টি মাইলির সাজপোশাকের পরিবর্তন, অঙ্গভঙ্গি দেখে অবাক হয়েছেন অনেকে। কাউবয় বুটে নিষ্পাপ চেহারার মাইলি সমস্ত টিনএজারদের খাতার পাতার ফাঁকে ফাঁকে আসর জমিয়েছিলেন। তাঁর কৈশোরের রং সকলের চোখে পড়েছিল ২০০৬-এ, কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডে রিবন স্ট্রিপড গাউনে। সময়ের সঙ্গেই বদলেছে মাইলির ফ্যাশন মন্ত্র। এক বার মঞ্চে গান গাইতে উঠেছিলেন ছোট কালো বডিস্যুট পরে, যাকে চালিয়ে দেওয়া যায় সুইমস্যুট বলে। লম্বা চুল কেটে স্পাইক করতেও দ্বিধাবোধ করেননি। লিয়াম হেমসওয়র্থের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। চুলের স্পাইক বা আঙুলের রিং... মাইলি চর্চায় থেকেছেন বরাবর।

মাইলি ও টেলর

ঠিক যেমন চর্চা হচ্ছে এড শিরানকে নিয়ে। মূলত ইউ টিউবে এডের করা ভিডিয়ো থেকেই বাড়তে থাকে জনপ্রিয়তা। ‘ইউ নিড মি’, ‘প্লাস’, ‘মাল্টিপ্লাই’, ‘ডিভাইড’-এর হাত ধরে আর পিছনে তাকাতে হয়নি এডকে। বেশির ভাগ শ্রোতারাই মনে করেন, এডের কণ্ঠ সময়কে ধরে রাখতে পারে। তাঁর রোম্যান্সে মজেছে আট থেকে আশির অনেকেই।

এ রকমই আর এক চর্চার নাম টেলর সুইফ্ট। সমাজের বিধিনিষেধের বেড়াজালে আটকে থাকতে চান না তিনি। তাই মুহুর্মুহু প্রেমে পড়েন টেলর। জো জোনাস, জন মায়ার, হ্যারি স্টাইলস, টম হিডলস্টোন... টেলরের প্রেমিকের তালিকার মাত্র কয়েক জন। তিনি সম্পর্কের টানাপড়েন থেকে গানের অনুপ্রেরণা পান। সেটা ‘পিকচার টু বার্ন’, ‘টিয়ার ড্রপস অন মাই গিটার’ হোক বা ‘বিগিন এগেন’। দুনিয়াকাঁপানো ব্র্যান্ডেড পোশাকে টেলরের স্ট্রিট স্টাইল বেশ ঈর্ষণীয়।

শুধু এঁরাই নন, রিহানা, নিকি মিনাজ, ডেমি লোভাতো, কেটি পেরিদের জনপ্রিয়তাও আকাশছোঁয়া। ফ্যাশন, প্রতিভা, আচরণ... সব মিলিয়ে তাঁরা যে রাজপাট খুলে বসেছেন মানুষের মনে, তা দেখে অবাক হতে হয় বইকী!

Singers Ed Sheeran Justin Bieber
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy