বিয়ে করবেন ভেবেছিলেন। সেই মতো শপিংও শুরু করেছিলেন। কিন্তু এর মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেলেন এই সেলেব। আর এই সারপ্রাইজ প্রেগন্যান্সিতে দারুণ খুশি তিনি। তিনি অর্থাত্ কিম কার্দাশিয়ানের বোন খোলে কার্দাশিয়ান।
২৫ বছরের খোলে ও তাঁর বয়ফ্রেন্ড ত্রিস্তান থম্পসন তাঁদের প্রথম সন্তানের আসার আগেই বিয়ের প্ল্যান সেরে ফেলতে চান। এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে তাতে ২০১৭-এর সেপ্টেম্বরে বিয়ে করবেন তাঁরা। সন্তান জন্মানোর পরই চার হাত এক হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক কার্দাশিয়ান পরিবারের এক ঘনিষ্ঠ বলেছেন, ‘‘এখনই কোনও প্ল্যান ছিল না ওদের। হঠাত্ করেই প্রেগন্যান্সির খবরটা জানতে পেরেছে খোলে। ত্রিস্তানের এক্স গার্লফ্রেন্ডও এখন প্রেগন্যান্ট। যদিও সেই খবরটাও স্পোর্টিংলি নিয়েছে খোলে।’’
সব ঠিক থাকলে প্রথম সন্তানকে কোলে নিয়েই বিয়ে করবেন খোলে কার্দাশিয়ান। আপাতত চলছে মা হওয়ার প্রস্তুতি।
আরও পড়ুন, ‘বাবা’ হতে চাইছেন ব্যাচেলর রণবীর!
খোলে কার্দাশিয়ান। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।