Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৭ অক্টোবর ২০২১ ই-পেপার

১৪ বছর আগের ক্যাটরিনা, ছবি পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ০৯ অগস্ট ২০১৯ ১৭:০৯
ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

সালটা ২০০৩।বলিউডের গ্ল্যাম-গার্ল ক্যাটরিনা কাইফ তখন সবেমাত্র ফিল্মি জগতে পা রেখেছেন। তাঁর প্রথম ছবি ‘বুম’ বক্স অফিসে সাফল্য পায়নি মোটেই। তারপর সে এক দীর্ঘ প্রতীক্ষা। অনেকেরই জানা নেই ২০০৫ সালে ‘আলারি পিদাগু’ নামক এক তেলুগু অ্যাকশন ফিল্মে অভিনয় করেন ক্যাট।

সম্প্রতি ক্যাটরিনার সেই ছবির সেটেরই একটি পুরনো ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ছবিটি টুইটারে শেয়ার করেছেন অভিনেত্রীরই এক ফ্যান ক্লাব। ছবি পোস্ট হতেই প্রশংসায় মুখর হয়েছেন নেটিজেনরা।

গায়ে গোলাপি রঙের ওয়ান-পিস। মুখের কোণে মিষ্টি হাসি। সব মিলিয়ে ক্যাট যেন রূপকথার কোনও চরিত্র। ইতিমধ্যেই সেই পোস্টের কমেন্ট সেকশন ভরে উঠেছে অভিনেত্রীর প্রতি নানান মিষ্টি বার্তায়। কেউ বলছেন, ‘আদুরে’, আবার কেউ লিখেছেন, ‘অনবদ্য, ক্যাট তুমি তুলনাহীন’।

Advertisement


শুক্রবার ওই ফ্যান ক্লাবটি আবারও সেই ফিল্ম সেটের কিছু ছবি শেয়ার করেছে টুইটারে। কোনও ছবিতে নায়িকাকে দেখা যাচ্ছে চুল বাঁধতে, আবার কোনওটাতে মেকআপ করতে। ফ্যানেরা সেখানেও উচ্ছ্বসিত। পছন্দের অভিনেত্রীর সেই ‘ফিরে দেখা’ মুহূর্ত নজর কেড়েছে নেটিজেনদের।


২০০৫ সালে ডেভিড ধওয়ন পরিচালিত ‘ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া’ ছবির হাত ধরে বলিউডে বড় ব্রেক মেলে ক্যাটরিনার। ওই ছবিতে তিনি জুটি বেঁধেছিলেন বলিউডের ‘ভাইজান’ সলমন খানের সঙ্গে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ‘হামকো দিওয়ানা কর গ্যায়ে’, ‘নমস্তে লন্ডন’, ‘ওয়েলকাম’... একের পর এক হিট এসেছে তাঁর ঝুলিতে। বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে জায়গা করে নিয়েছেন অনায়াসেই।

রোহিত শেট্টি পরিচালিত ‘সূর্যবংশী’-তে দেখা যাবে ক্যাটরিনা কাইফ কে। ক্যাটরিনা ছাড়াও এই ছবিতে রয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। কর্ণ জোহরের প্রযোজনা সংস্থা ‘ধর্ম প্রোডাকশন’ থেকেই প্রযোজিত হবে এই ছবি।

আরও পড়ুন

Advertisement