প্রথম সিনেমাই যশরাজ ফিল্মসের ব্যানারে। কর্ণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউড দুনিয়ায় পা রাখা সেই তরুণের ঝুলিতে আজ একের পর এক হিট। কাজ করা হয়ে গিয়েছে রোহিত শেট্টি থেকে শুরু করে সুজিত সরকারের মতো পরিচালকদের সঙ্গেও। শুধু মাত্র চকোলেট হিরোই নয়, খুব সম্প্রতি অন্য ধারার ছবি ‘অক্টোবর’, ‘সুই ধাগা’ বা তারও আগে ‘বদলাপুর’-এও বেশ অন্যরকম চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু সেই বরুণ ধওয়নেরই নাকি অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার কোনও পরিকল্পনাই ছিল না! এমন কি তাঁর বাবা ডেভিড ধওয়নও ভাবেননি যে, বরুণ কোনও দিন সিনেমা জগতে পা রাখবেন বা নাম করবেন!
সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ইফি) এসে নিজের এই ‘সিক্রেট’ সংবাদমাধ্যমের সঙ্গে শেয়ার করেন বরুণ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বরুণ জানান, তাঁর স্বপ্ন ছিল নিজের একটি চ্যানেল খোলার। সেখানে নিজস্ব স্ট্যান্ড আপ কমেডি শো করার ইচ্ছা ছিল বরুণের।
সাংবাদিক সম্মেলনে বরুণের সঙ্গেই ছিলেন তাঁর পিতা, চলচ্চিত্র নির্মাতা ডেভিড ধওয়নও। ডেভিড বলেন, বরুণ নাকি কখনওই তাঁকে বা পরিবারের কাউকে জানাননি যে তিনি অভিনেতা হতে চান। ছেলে ব্যাঙ্কের চাকরি করবে, এমনই আশা ছিল ডেভিডের।